চারিদিকে তুষারে ঢাকা। সেই বরফের উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে বাদামি লোমশ প্রাণীটি। তবে হিংস্র প্রাণীটি পড়েছে বেকায়দায়। তার মুখটি আটকে গিয়েছে একটি লোহার টিনে। প্রাণীটি হিমালয়ান ব্রাউন বিয়ার। এই অবস্থায় ভারতীয় সেনাদের নজরে পড়ে ভালুকটি। বরফের রাজ্যে টহল দেওয়ার সময়ে অসহায় অবস্থায় পড়া ভালুকটিকে উদ্ধার করেন সেনা জওয়ানেরা। ভালুক উদ্ধারের ভিডিয়োটি নতুন করে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে মাথায় টিন আটকে ভালুকটি ছটফট করতে করতে ঘুরে বেড়াচ্ছে। দেখতে না পাওয়ায় সেটি বিপাকে পড়েছিল। ভালুকটি নিজেকে মুক্ত করতে না পারায়, ভারতীয় সৈন্যরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন। জওয়ানেরা সেটিকে দেখতে পেয়ে প্রথমে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। প্রাণীটিকে টেনে আনা হয় নিরাপদ জায়গায়। তার পর টিনটি কেটে ভালুকটিকে মুক্ত করে দেওয়া হয়। তার পর তাকে খেতেও দেন সেনা জওয়ানেরা। এর পর ভালুকটিকে প্রকৃতির কোলে ছেড়ে দেন তাঁরা।
এই প্রজাতির বাদামি ভালুক হিমালয় এবং কারাকোরাম পর্বতমালার উঁচু, রুক্ষ, ঠান্ডা অঞ্চলে বাস করে। এরা হিংস্র শিকারি প্রকৃতির। ভিডিয়োটি পোস্ট করে প্রবীণ লিখেছেন, ‘‘কী দুর্দান্ত ভিডিয়ো! একটি হিমালয়ান বাদামি ভালুকের জীবন বাঁচিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। অসাধারণ উদ্যোগ।’’ এক বছর পুরনো এই ভিডিয়োটি দেখে সেনাবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। এখনও পর্যন্ত ১ লক্ষ ৬১ হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। কিছু ব্যবহারকারী এত প্রতিকূল পরিস্থিতিতে প্রাণীটিকে উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ টিনের পাত্রে কী ভাবে ভালুকটি আটকা পড়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পোস্টটির প্রতিক্রিয়ায়, অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার সুশান্ত নন্দও বিপরীত মতামত প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘টিনের ক্যান আবর্জনা। কখনওই এটা সুন্দর নয়। পাহাড় এখন আবর্জনায় ভরে উঠছে।’’