পিলে চমকে দেওয়ার মতো প্রশ্নই বটে। গাড়িতে বসা এক তরুণের ‘লাশ লুকোনো’র প্রশ্ন শুনে সেই প্রতিক্রিয়াই হল পথচলতি এক বৃদ্ধার। প্রথম বার প্রশ্নটি শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। রাস্তায় হাঁটতে হাঁটতে ঘাবড়ে গিয়ে বৃদ্ধা প্রশ্ন করেন, কী লুকোনোর কথা জানতে চাইছেন তরুণ? অদ্ভুত প্রশ্ন করে বৃদ্ধাকে চমকে দেওয়ার সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ এক বৃদ্ধাকে মৃতদেহ লুকোনোর বিষয়ে প্রশ্ন করে চমকে দেন। এই প্রশ্নে দৃশ্যতই হতবাক হয়ে যান বৃদ্ধা। তরুণের প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে হেঁটে যাওয়া এক বৃদ্ধার কাছে গাড়িতে বসা এক তরুণ জানতে চান, তিনি এমন কোনও জায়গার হদিস দিতে পারবেন কি না যেখানে মৃতদেহ লুকিয়ে রাখা যায়।
হতবাক হয়ে বৃদ্ধা ঘাবড়ে গিয়ে পাল্টা প্রশ্ন করেন, কী লুকোতে চান তরুণ। তরুণ বার বার বলতে থাকেন লাশ লুকোতে চান। এই কথা শুনে ভয় পেয়ে বৃদ্ধা জানান, এমন কোনও জায়গার কথা তাঁর জানা নেই।
বৃদ্ধার অভিব্যক্তিতে অস্বস্তি ধরা পড়তেই তরুণ দ্রুত জানান, তিনি আসলে একটি পশুর দেহের কথা বলতে চাইছেন। সেই সময়ে অন্য এক জন মহিলা জানান, এ রকম কোনও জায়গার সন্ধান তাঁরা দিতে পারবেন না। ভিডিয়োটি আসলে একটি প্র্যাঙ্ক ভিডিয়ো। নিছক মজার ছলে তৈরি ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ইনস্টাগ্রামের ‘কুনালমাসিভ্লগ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কেউ কেউ ভিডিয়োটিকে বিনোদনমূলক বলে মনে করছেন। অনেকে আবার প্র্যাঙ্কটিকে অসংবেদনশীল এবং ভীতিকর বলে সমালোচনা করেছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য।