জল খেতে নেমেছিল এক পাল মহিষ। জলের নীচে লুকিয়ে ছিল জলের দানব। সুযোগ বুঝে মহিষের দলের একটিকে কব্জা করে ফেলে একটি কুমির। তবে মহিষের গায়ে ভাল ভাবে কামড় বসানোর আগেই ছিটকে জল থেকে উঠে পড়ার চেষ্টা করে মহিষটি। সেই সঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিকারকেও। মরণপণ সেই লড়াইয়ের দৃশ্য ধরা পড়েছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলপান করতে নেমে ভয়াল কুমিরের পাল্লায় পড়েছে একটি মহিষ। তবে মহিষটিকে ঠিকমতো পাকড়াও করতে পারেনি শিকারি। শুধুমাত্র মহিষের নাকের সামনের অংশটি কামড়ে ধরতে পেরেছিল। ওই অবস্থাতেই মহিষটি এক পা এক পা করে পিছোতে থাকে। সেই সঙ্গে কুমিরটিকেও টানতে থাকে সে। দু’পক্ষই নাছোড়বান্দা। শিকারিও খাদ্যের লোভ ছাড়তে রাজি নয়। আর মহিষের প্রাণ বাঁচানোর তাগিদ। নাক কামড়ানো কুমিরকে নিয়েই মহিষটি জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে ধীরে ধীরে। জল ছেড়ে উঠেও শিকারের নাক চেপে ধরে শেষ চেষ্টা করে যায় কুমিরটি।
তবে ভাগ্য ভাল থাকায় শেষ পর্যন্ত কুমিরের কবল থেকে রক্ষা প্রায় মহিষটি। শিকারের চেষ্টা ব্যর্থ হওয়ায় গুটি গুটি জলে ফিরে যায় কুমির। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে এই রুদ্ধশ্বাস ভিডিয়ো দেখে।