নদীর ঘোলা জলে ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে কুমির। আর তার মধ্যে দিয়েই জোরে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নৌকাটি নদীতে চলতে শুরু করার সঙ্গে সঙ্গে সরীসৃপগুলি এ দিক-ও দিক ছুটতে শুরু করে। কুমিরে ভরা নদীতে মোটরচালিত নৌকা চালিয়ে যাওয়ার ভিডিয়োটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমিরে ভরা নদীতে তীব্র গতিতে মোটরবোট চালিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই খালে নির্জীবের মতো পড়েছিল অগুনতি কুমির। নৌকার ইঞ্জিনের শব্দ পেয়ে সেগুলি জল উথালপাথাল করে দৌড়তে শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়ায় কিছু কুমিরের দেহের উপর দিয়ে নৌকা চালিয়ে নিয়ে যেতে হয় চালককে। যে কোনও মুহূর্তে সরীসৃপগুলির লেজের ঝাপটায় নৌকাটি উল্টে যেতে পারত। বিপদকে তুচ্ছ করেও প্রবল ঝুঁকি নিয়ে চালক নৌকাটি কুমিরভর্তি নদীতে চালিয়ে নিয়ে যান।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। তবে ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সেই তথ্য জানা যায়নি। ভিডিয়ো দেখে অসংখ্য নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, লাখ টাকা দিলেও এই ধরনের ঝুঁকি তাঁরা নিতে চাইবেন না।