মানবশিশুদের বাঁচাতে গিয়ে নিজের প্রজাতির উপর আক্রমণ হানল এক জার্মান শেফার্ড। একটি পথকুকুর একদল শিশুকে তাড়া করছে দেখে বারান্দা থেকে লাফ দেয় কুকুরটি। পথকুকুরটির পিছনে ধাওয়া করে শিশুগুলিকে রক্ষা করে ‘সুপারডগ’। উত্তরাখণ্ডের হৃষীকেশের একটি আবাসিক এলাকার ঘটনা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে পোষা কুকুরটির বুদ্ধিমত্তা ও আনুগত্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বারান্দায় বসে রয়েছে পোষা জার্মান শেফার্ড। সামনের রাস্তা দিয়ে ছুটে ছুটে খেলা করছে তিনটি শিশু। হঠাৎ করেই কিছু একটা লক্ষ করে জার্মান শেফার্ডটি চঞ্চল হয়ে পড়ে। তড়িৎগতিতে উঁচু বারান্দা থেকে ঝাঁপ দেয় সে। পরমুহূর্তেই দেখা যায় শিশুগুলিকে তাড়া করে ছুটে আসছে অন্য একটি কুকুর। সতর্ক পোষ্য কুকুরটি সেটিকে তাড়িয়ে দিয়ে তাদের রক্ষা করে।
ভিডিয়োটি পোস্ট করার পর ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। কুকুরটির দ্রুত প্রতিক্রিয়া সমাজমাধ্যমের নজর কেড়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘একটি কুকুর অন্য কুকুরের হাত থেকে বাচ্চাদের বাঁচাতে সুপারহিরোর মতো লাফিয়ে পড়ল।’’ ভিডিয়োয় প্রচুর মন্তব্য জমা পড়েছে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘কুকুরেরা মানুষের চেয়ে বেশি অনুগত, এটা আবার প্রমাণিত।’’ অন্য এক জন কুকুরটিকে ‘শিশুদের প্রকৃত দেহরক্ষী’ বলে মন্তব্য করেছেন।