প্রেমিক-প্রেমিকার সত্যিকারের ভালবাসা যখন সাফল্য লাভ করে তখন সেটাই তাদের কাছে স্বপ্নপূরণের মুহূর্ত। সেই বিশেষ দিনে কী ভাবে হবু বরকে চমকে দেওয়া যায়, তা নিয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন তরুণী। সেইমতো বিশেষ তালিমও নিয়েছিলেন। বিয়ের সেই বিশেষ মুহূর্তকে চিরজীবনের সম্পদ করে মনের মণিকোঠায় তুলে রাখতে চেয়েছিলেন কনে। বিয়ের মণ্ডপে কনে যখন উপস্থিত হন, তখন সেখানে বাজছিল ভাইরাল রাজস্থানি গান ‘চৌধরি’। সেই গানের তালে নেচে হবু বর-সহ উপস্থিত সকলের মন জিতে নেন কনে। পাত্রের চোখের জল যেন বাঁধ মানতেই চাইছিল না কনের এই হৃদয়কাড়া উপহার পেয়ে। সেই মন ভাল করা ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোলাপিরঙা বিয়ের ঐতিহ্যবাহী পোশাকে গানের তালে নাচতে নাচতে বরের সামনে হাজির হলেন কনে। হবু স্ত্রীর থেকে সেই উপহার পেয়ে হবু বর এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে তাঁর চোখ থেকে জলের ধারা নেমে এল। প্রাণপণে চোখের জল আটকাতে চেষ্টা করছিলেন বর। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারলেন না। চোখ নামিয়ে, দৃষ্টি ঘুরিয়ে হাসার চেষ্টাও বিফলে গেল।
সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিয়ের আগে পাত্রকে এ ভাবে আবেগে ভাসতে দেখে মুগ্ধ হয়েছে নেটাগরিকেরাও। বর ও কনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি কয়েক দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৭০ লক্ষ বার দেখা হয়েছে। ২৪ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়োয় ভালবাসরা চিহ্ন এঁকে দিয়েছেন।