ঘনিষ্ঠ হওয়ার জন্য নিরিবিলি জায়গা বেছে নিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। ভালবাসতে গিয়ে ঝুঁকি নিতে দু’বার ভাবেননি যুগল। তবে প্রেম করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন তরুণ-তরুণী। পণ্যবাহী ট্রেনের নীচে প্রেম করতে গিয়ে বড়সড় বিপদ ডেকে আনছিলেন দু’জনে। সেই মারাত্মক ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি বিহারের পটনার। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় এক প্রেমিক-প্রেমিকাকে পণ্যবাহী ট্রেনের নীচে বসে প্রেম করতে দেখা গিয়েছে। দু’জনেই একে অপরকে জড়িয়ে ঘনিষ্ঠ হয়ে বসেছিলেন রেলের ট্র্যাকে। বার বার জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিচ্ছিলেন তাঁরা। মাথার উপর যে রেলের ওয়াগন দাঁড়িয়ে, তা-ও বোধহয় ভুলে গিয়েছিলেন। তাঁরা এতটাই অন্তরঙ্গ অবস্থায় বসেছিলেন যে প্রাণের মায়াও তুচ্ছ ছিল। হঠাৎ করে ট্রেনের বাঁশি বেজে ওঠে ও ট্রেনটি চলতে শুরু করে। কাছাকাছি উপস্থিত কয়েক জন প্রত্যক্ষদর্শী মোবাইলে যুগলের কীর্তি রেকর্ড করছিলেন। তাঁরাও হইহই করে ওঠেন। পড়িমরি করে ট্র্যাক থেকে ছিটকে সরে আসার চেষ্টা করেন প্রেমিক ও প্রেমিকা। হামাগুড়ি দিয়ে লাইনের পাশে এসে পড়ে যান দু’জনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘প্রদীপমাইখার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ জানিয়েছেন, ভিডিয়োটি স্টান্টের জন্য তৈরি করা হয়েছে। স্থানীয়রাও জানিয়েছেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য প্রেমিক-প্রেমিকেরা এই ধরনের বিপজ্জনক স্টান্ট করছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এটি বিনোদন নয়, এটি মৃত্যুকে আমন্ত্রণ জানানোর শামিল।’’ ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।
( ভ্রম সংশোধন: মালগাড়ির নীচে বসে ঘনিষ্ঠ যুগল! প্রকাশ্যেই উদ্দাম আদর, ট্রেনের চাকা গড়াতেই লাইনে ছিটকে পড়লেন দুই মূর্তিমান এই শিরোনামে একটি প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেই ভিডিয়োটির ফ্যাক্ট-চেক করে দেখা গিয়েছে ভিডিয়োটির সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো দেখে প্রতিবেদনটি লেখা হয়। পরে ভুল সংশোধন করে আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আনন্দবাজার ডট কমে। আসল ঘটনাটি কী তা রইল এই প্রতিবেদনে।)