এক জন জঙ্গলের সবচেয়ে ক্ষিপ্র শিকারি। মাইলের পর মাইল ছুটে শিকারকে ধাওয়া করে শিকার করতে ওস্তাদ। আর এক জন বনের রানি। তার এলাকায় ঢুকে পড়লে থাবার হাত থেকে নিস্তার নেই অন্য শিকারি শ্বাপদের। চিতাবাঘকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেবার পাত্রী নয় সিংহী। তবে নিজের থেকে আকারে বড় শিকারিকে ফাঁকি দিতে ওস্তাদ চিতাবাঘও। ধারালো নখ দিয়ে পাল্টা আক্রমণ করতে পিছপা হয় না।
আরও পড়ুন:
সিংহীকে জঙ্গলের রানি মনে করা হলেও, চিতাবাঘও শক্তিতে কম যায় না। যখন নিজের জীবন বাঁচানোর প্রশ্ন আসে, তখন প্রতিটি প্রাণীই তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। তেমনই এক মরণপণ লড়াইয়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে এক চিতাবাঘ ও সিংহীর। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি ‘ভিজ়িট তানজ়ানিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বনের মধ্যে লড়াইয়ের ময়দানে নেমেছে একটি চিতাবাঘ ও সিংহী। শুরু থেকেই চিতাবাঘকে মেরে ফেলার জন্য তার উপর আধিপত্য বিস্তার করে সিংহী। চিতাবাঘ খুব ভাল করেই জানে যে, এক বার তার শরীরের কোনও অংশ সিংহের মুখে আটকে গেলে তার মৃত্যু নিশ্চিত। এমন পরিস্থিতিতে মাটিতে পড়ে গেলেও, সে তার হালকা শরীরে ভর দিয়ে বার বার লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে, যাতে সিংহটি তার ঘাড়ে কামড় বসাতে না পারে। ধারালো ব্লেডের মতো নখ দিয়ে সিংহীটির উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে চিতাবাঘটি। ১৪ সেকেন্ড ধরে দু’জনের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সিংহীকে ফাঁকি দিয়ে লাফ দিয়ে চম্পট দেয় ক্ষিপ্র প্রাণীটি। সিংহীটিও তার পিছনে পিছন দৌড়য়। কিন্তু গতিতে চিতাবাঘের সঙ্গে এঁটে উঠতে পারেনি। শিকার হাতছাড়া হয়ে যায় সিংহীর।