Advertisement
E-Paper

শরীরে বুলেটের ক্ষত, রক্তে স্নান করে ভেসে যাচ্ছিল জাগুয়ার! স্রোতের সঙ্গে লড়াই করে উদ্ধার বন দফতরের, ভিডিয়ো প্রকাশ্যে

আমাজনের জঙ্গলের বিরল প্রজাতির প্রাণীটির এতটাই দুর্দশা হয়েছিল যে, যে কোনও মুহূর্তে প্রাণপাখি বেরিয়ে যেতে পারত। ভাগ্য ভাল থাকায় গুলিবিদ্ধ জাগুয়ারটিকে দেখতে পান স্থানীয়েরা। তাঁরাই তড়িঘড়ি খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:০৪
a wounded jaguar struggling for survival

ছবি: সংগৃহীত।

বুলেটের আঘাতে জর্জরিত শরীর। ওই ভাবেই ভেসে চলেছে নদীতে। জঙ্গলের অন্যতম ক্ষিপ্র শিকারি শ্বাপদটি অসহায় ভাবে লড়াই করে চলেছে প্রাণ বাঁচানোর জন্য। ব্রাজ়িলের রিও নেগ্রো নদী থেকে একটি আহত ও দুর্বল জাগুয়ারকে উদ্ধার করেছে পুলিশ ও বন্যপ্রাণী দফতর। অবোলা প্রাণীটির উদ্ধারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রক্তাক্ত ও ক্লান্ত অবস্থায় নদীর স্রোতের সঙ্গে লড়াই করে ভেসে থাকার চেষ্টা করছে বন্যপ্রাণীটি। আমাজনের জঙ্গলের বিরল প্রজাতির প্রাণীটির এতটাই দুর্দশা হয়েছিল যে, যে কোনও মুহূর্তে প্রাণপাখি বেরিয়ে যেতে পারত। ভাগ্য ভাল থাকায় গুলিবিদ্ধ জাগুয়ারটিকে দেখতে পান স্থানীয়েরা। তাঁরাই তড়িঘড়ি খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারীদের। প্রশাসনকে সঙ্গে নিয়ে আহত প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে উদ্ধারকারী কর্মীরা একটি ভাসমান পাটাতন ফেলে দ্রুত জাগুয়ারটিকে বোটে তুলে নেওয়ার চেষ্টা করছেন। প্রাণীটি এতটাই অশক্ত অবস্থায় ছিল যে সেই ভাসমান অবলম্বনটিকেও ঠিকমতো কব্জা করতে পেরে উঠছিল না। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে জাগুয়ারটি অত্যন্ত দুর্বল এবং দিশেহারা হয়ে পড়েছিল। শরীরে একাধিক গুলির ক্ষতের নিশানা পাওয়া গিয়েছে। তাকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে যাওয়া হয়। জরুরি চিকিৎসার জন্য এটিকে সাবধানে একটি পশুচিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পরে খবর পাওয়া যায় সেটি চিকিৎসায় সাড়া দিয়েছে।

ভিডিয়োটি ‘ভলক্যাহোলিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর প্রচুর মানুষের নজর কেড়েছে। ভিডিয়োটি ৩২ লক্ষ বার দেখা হয়েছে। প্রাণীটির শরীরের আঘাত দেখে অনুমান করা হয়েছে যে সেটি চোরাশিকারিদের পাল্লায় পড়ে থাকতে পারে। অথবা মানুষের মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ভিডিয়োটি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটির মন্তব্য বিভাগে বন্যপ্রাণ হত্যা নিয়ে নানা মন্তব্য উপচে পড়েছে।

animal video Brazil Amazon Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy