জলের রাজা। হাঁ করা চোয়ালে সারি সারি ছুঁচলো দাঁত। নিঃশব্দে সাঁতার কেটে শিকার ধরায় ওস্তাদ। কুমিরের হাঁ মুখের ছবি দেখলেই শিউরে ওঠার মতো অবস্থা হয়। যদি সেই ভয়ালদর্শন প্রাণীটির চোয়াল অর্ধেক হয়, তবে তো কথাই নেই। বিশ্ব জুড়ে সরীসৃপদের ছবি তুলে বেড়ান ফরাসি আলোকচিত্রী লুকাস কোটেরো। তিনিও বন্য আমেরিকান কুমিরটির উপস্থিতির কথা উল্লেখ করেছেন। সেই কুমিরের ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যার উপরের চোয়ালটি অদৃশ্য। ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনেও বলা হয়েছে, সম্প্রতি ফ্লরিডার এভারগ্লেডে একটি জলাশয়ে এই অদ্ভুতদর্শন কুমিরটির দেখা মিলেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে উপরের চোয়ালটি অনুপস্থিত সেটির। শুধুমাত্র নীচের চোয়ালটি অক্ষত ও সারিবদ্ধ দাঁতগুলি টিকে রয়েছে। লুকাস নিজের ইনস্টাগ্রামেও এই কুমিরটির ছবি দিয়ে লিখেছেন, ‘‘২০২৫ সালের মার্চ মাসে এভারগ্লেডে এই আমেরিকান অ্যালিগেটরটিকে (অ্যালিগেটর মিসিসিপিয়েন্সিস) দেখেছি। এর উপরের চোয়ালটি অদৃশ্য। এটি স্বাভাবিক ভঙ্গিতেই সাঁতার কেটে বেড়াচ্ছিল। কী ভাবে এটি বেঁচে রয়েছে তা জানা নেই।’’
এক্স হ্যান্ডলে ‘আদিত্য আনন্দ ১১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। কী ভাবে কুমিরটির এই দশা হল তা নিয়ে জানতে ইচ্ছুক দর্শক। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘‘কী ভাবে এই ঘটনাটি ঘটল? কী ভাবেই বা কুমিরটি শিকার করে খাচ্ছে?’’ আর এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘এটা অন্তত আর কাউকে কামড়াতে পারবে না।’’ লুকাসের পোস্টে এক জন লিখেছেন, এই ধরনের ঘটনা বিরল নয়। অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে বসবাসকারী একটি কুমির রয়েছে যেটিরও উপরের চোয়ালটি নেই।