রামলীলা চলাকালীন উৎসবমুখর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ল কানপুরে। রামলীলার অনুষ্ঠান চলাকালীন আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেল এক তরুণকে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের উপর টাকা ছুড়তে বাধা দেওয়ার পর পিস্তল উঁচিয়ে আয়োজকদের মেরে ফেলার হুমকি দিলেন অমিতেশ শুক্ল নামের তরুণ। ঘটনাটি গত সপ্তাহের মঙ্গলবার ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে কানপুরের বিজেপি নেতা বলে দাবি করেছেন অনেকেই। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে ঘটনাটি ঘটে যখন অমিতেশ মেলায় আসেন। মঞ্চে উপস্থিত নৃত্যশিল্পীদের দিকে টাকা ছুড়তে শুরু করেন তিনি। আয়োজকেরা আপত্তি জানালে, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। কোমর থেকে পিস্তল বার করে হুমকি দেন, ‘‘এখনই গুলি করে ফেলব। কেউ তোমাদের বাঁচাতে পারবে না।’’ ঘটনাটি উপস্থিত দর্শকের অনেকেই ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। আয়োজক ও স্থানীয়দের দাবি অমিতেশ কানপুরের বিজেপি নেতা।
তবে, কানপুর পুলিশ ৪ অক্টোবর সমাজমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নিশ্চিত করে যে ধৃত ব্যক্তির এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক সংযোগ খুঁজে পাওয়া যায়নি। কানপুরের ডেপুটি পুলিশ সুপার কপিলদেব সিংহ বলেছেন, ‘‘ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় পিস্তল হুমকি দেওয়া যুবকের নাম অমিতেশ শুক্ল। পুলিশ তাঁকে অবৈধ অস্ত্র-সহ হেফাজতে নিয়েছে এবং মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। পিস্তলের উৎস এবং অন্যান্য তথ্যের অনুসন্ধানে তদন্ত চলছে।’’ ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।