পণ্য সরবরাহ করতে এসে তরুণীকে অশালীন ভাবে স্পর্শ করার অভিযোগ উঠল ডেলিভারি কর্মীর বিরুদ্ধে। একটি বহুল প্রচারিত পণ্য সরবরাহকারী সংস্থার কর্মী বাড়ির ভিতরে ঢুকে তরুণীকে পণ্য পৌঁছে দিতে এসে অনুপযুক্ত ভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই তরুণী। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তরুণীর বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় অবাঞ্ছিত দৃশ্যটি ধরা পড়েছে। সেই ভিডিয়োটিই এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগকারিণী লিখেছেন, ‘‘অ্যাপ থেকে পণ্য অর্ডার করার পর ডেলিভারির সময় আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। ডেলিভারি কর্মী প্রথমে আমার ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন এবং তার পর অশালীন ভাবে আমার অঙ্গ স্পর্শ করেছিলেন।’’ তিনি পণ্য সরবরাহকারী সংস্থার কাছে কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, সংস্থার পোশাক পরা এক ব্যক্তি তরুণীর হাতে একটি প্যাকেট তুলে দিচ্ছেন এবং তাঁর কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর, টাকা ফেরত দেওয়ার অছিলায় হাত বাড়িয়ে তরুণীর বুকে স্পর্শ করেন। পরবর্তী পোস্টে তরুণী দাবি করেছেন, “ওই কর্মী আমায় দ্বিতীয় বার অনুপযুক্ত ভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি পার্সেল দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকে দেওয়ায় তিনি আর আমায় স্পর্শ করতে পারেননি।’’
আরও পড়ুন:
ওই ঘটনার পর তরুণী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তরুণীর দাবি, প্রথমে মৌখিক ভাবে অভিযোগ জানানোয় তাঁর কথায় সে ভাবে গুরুত্ব দেয়নি সংস্থা। সংস্থার পক্ষ থেকে তরুণীকে জানানো হয়, তারা কর্মীকে সতর্ক করবে। যদি তরুণীর কাছে কোনও প্রমাণ থাকে, তবেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থা। পরে প্রমাণ পেশ করায় তারা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। তরুণী সমাজমাধ্যমে জানান, সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনি তাদের প্রমাণ দেখিয়েছেন। কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। তবে সংস্থার এই ‘সামান্য’ পদক্ষেপে খুশি হননি বলেও জানিয়েছেন তরুণী।
ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা দেখে বিস্মিত হয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে। সংস্থার আচরণের কঠোর সমালোচনা করেছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘প্রমাণ ছিল তাই, অন্যথায় কি কোনও পদক্ষেপই নেওয়া হত না?’’ অন্য এক জন জানতে চেয়েছেন, তরুণী পুলিশে অভিযোগ দায়ের করেছেন কি না। তার উত্তরে তরুণী জানান যে, তিনি এফআইআর দায়ের করেননি। কারণ তিনি পুলিশে রিপোর্ট করলে তাঁর পরিবার ঘটনাটি সম্পর্কে জানতে পারবে আর এর ফলে সমস্যা তৈরি হতে পারে।