বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের হাত থেকে মোবাইল লুকিয়ে রাখা বেশ ঝক্কির। ফাঁক পেলেই মা-বাবা কিংবা বাড়ির সদস্যদের মোবাইল হাতিয়ে নিয়ে বসে থাকে খুদে সদস্য। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে তারা। প্রায় প্রতিটি পরিবারে একই সমস্যা। মোবাইলের আসক্তি থেকে ছোটদের দূরে রাখার পদ্ধতি জানতে চান অনেকেই। সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে সন্তানকে মোবাইল থেকে দূরে রাখার উপায় বার করে ফেলেছেন এক মা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ৬-৭ বছরের নাবালিকার চোখের চারপাশে বৃত্তের মতো কালো রং লেগে রয়েছে। সেই রং দেখিয়ে শিশুটির মা বলেন, ‘‘তুমি কি জানো কেন এই রকম হয়ে গিয়েছে?’’ নাবালিকা মাথা নেড়ে হুঁ বলার পর তাকে তার মা বোঝাতে থাকেন যে সব বাচ্চা মোবাইল ফোন দেখে তাদের চোখ এ রকমই হয়। তিনি মেয়েকে আয়নায় গিয়ে চোখটি দেখতে বলেন। শিশুটি আয়নায় তার মুখ এবং চোখ দেখার পর মা জিজ্ঞেস করে, ‘‘তুমি কি মোবাইল ফোন দেখো?’’ শিশুটি তখন কাঁদতে শুরু করে। তার মা জানান, যারা মোবাইল দেখে তাদের চোখ এমনই কালো হয়ে যায়। এর পর মেয়েটি জানায় সে আর ফোন হাতে নেবে না। কী ভাবে বাচ্চাদের মোবাইল ফোন থেকে দূরে রাখা যায় অনেক বাবা-মায়ের কাছেই তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিয়োয় দেখা গিয়েছে একটি সহজ কৌশলের মাধ্যমে বিষয়টির সমাধান খুঁজে বার করেছেন নাবালিকার মা।
ভাইরাল এই ভিডিয়োটি ‘ক্রেজ়ি_অদিতি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় আড়াই লক্ষ নেটাগরিক ভিডিয়োয় লাইক দিয়েছেন। নেটাগরিকদের একাংশের পদ্ধতিটি মজার মনে হলেও, অন্যরা এটিকে একটি কার্যকরী সমাধান বলে মনে করছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি একটি দুর্দান্ত উপায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অনন্য পদ্ধতি, যা প্রতি মায়ের চেষ্টা করা উচিত।’’