Advertisement
E-Paper

রানওয়েতে নামার সময় চাকা পিছলে আগুন যাত্রিবাহী বিমানে! বরাতজোরে বাঁচলেন কঙ্গোর মন্ত্রী-সহ ১৯ জন, ভাইরাল ভিডিয়ো

বিমানের চাকা মাটি ছুঁতেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপছিল বিমানটি। তবে মন্ত্রী-সহ ১৯ জনকেই নিরাপদে বার করে আনা হয় বিমান থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১১:০২
chartered plane carrying Congo minister and 19 others burst into flames

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে গেল একটি চার্টার্ড বিমানে। সোমবার সকালে কঙ্গোর মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তাঁর প্রতিনিধিদলকে বহনকারী ওই চার্টার্ড বিমানটি কোলওয়েজি বিমানবন্দরে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে। রানওয়ে থেকে ছিটকে যেতেই আগুন ধরে যায় বিমানের পিছন দিকে। সেই ঘটনারই একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের চাকা মাটি ছুঁতেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপছিল বিমানটি। তবে মন্ত্রী-সহ ১৯ জনকেই নিরাপদে বার করে আনা হয় বিমান থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে পিছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চারিদিক ভরে যায় কালো ধোঁয়ায়। প্রাণ হাতে করে দৌড়োতে থাকেন যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, নামার সময়ে বিমানটির চাকা পিছলে যায়। এর ফলে প্রায় সঙ্গে সঙ্গেই লেজের দিকে আগুন লেগে যায়। ধোঁয়ায় কেবিনে ভরে যাওয়ার বিমানের যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মন্ত্রীর উপদেষ্টা আইজ়্যাক নেইম্বো তুরস্কের সংবাদসংস্থা ‘আনাদোলু আজানসিক’-এ জানান, আগুন লাগার আগের মুহূর্তে মন্ত্রী-সহ যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ব্যক্তিগত জিনিসপত্র এবং সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছে।

যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, রানওয়ের অবস্থা, না কি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে জানাননি। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জিওটেকওয়ার’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। বিমান দুর্ঘটনার ভিডিয়ো দেখে উদ্বেগও প্রকাশ করেছেন বহু নেটাগরিক

Congo plane accident Viral News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy