Advertisement
E-Paper

ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই পুত্রের সাফল্যের সংবাদ দিলেন স্ত্রী! পুত্র এসে জড়িয়ে ধরতে ভিজল বাবার চোখ, রইল ভিডিয়ো

প্রৌঢ় ব্যক্তি কাজ থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুসংবাদটি দিয়েছিলেন তাঁর স্ত্রী। বাবাকে প্রণাম করতেই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১১:২৫
wife shared the good news to a man stating that their son is a CA

ছবি: সংগৃহীত।

অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছিলেন এক ব্যক্তি। সেই মুহূর্তেই স্ত্রীর মুখে এমন একটি সংবাদ পেলেন যা শুনে কিছু ক্ষণ থমকে গেলেন তিনি। নিজের কানকেও যেন বি‌শ্বাস করতে পারছিলেন না। এর পরই তাঁর পুত্র ছুটে এসে বাবার পা ছুঁয়ে জড়িয়ে ধরতেই চোখের জল বাঁধ মানল না ওই ব্যক্তির। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাঁর ছেলে। সেই আবেগঘন মুহূর্তেরই একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে রেডিট সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রৌঢ় ব্যক্তি কাজ থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলের সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুসংবাদটি দিয়েছিলেন তাঁর স্ত্রী। ভিডিয়োয় মহিলাকে বলতে শোনা যায়, “সিএ হয়ে গিয়েছে । আমাদের ছেলে এখন সিএ রওশন সিংহ।’’ এই কথা বলার পর প্রৌঢ় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ছেলে ঘর থেকে বেরিয়ে এসে বাবাকে প্রণাম করতেই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি। চোখ দিয়ে জল পড়তে থাকে তাঁর। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের পর পরিবারের ধীর, স্থির অথচ আবেগঘন আনন্দ উদ্‌যাপনের দৃশ্যটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে।

ভিডিয়ো ক্লিপটি শেয়ার করে রেডিট ব্যবহারকারী লিখেছেন, “এক জন ক্লান্ত বাবা কাজ থেকে বাড়ি ফিরছেন। তাঁর জন্য অপেক্ষা করছে এমন চমক, যার বিন্দুমাত্র আভাস ছিল না তাঁর কাছে।” পরিবারের স্বপ্নপূরণের মুহূর্তটি দেখে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘দিনে অন্তত এক বার কাছের মানুষের এই রকম উষ্ণ আলিঙ্গন পেলে সত্যিই মন ভাল হয়ে যাবে।’’

CA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy