Advertisement
E-Paper

‘বখাটে’ মেয়ে সেজে আয় কোটি কোটি টাকা! রোজগারের ‘নিনজা’ উপায় বাতলে দিলেন তরুণী

বিভিন্ন সাইটের ফ্যান পেজ ও সমাজমাধ্যমকে হাতিয়ার করে তিনি এই বিপুল উপার্জন করেছেন। ‘ফিন সাব’কে পুঁজি করেই এই অর্থ জমা হয়েছে তাঁর অ্যাকাউন্টে।

A woman claims to have earned over 5 crore in four years

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৮:০১
Share
Save

বাড়ি বসেই সহজে রোজগারের জন্য অদ্ভুত উপায় বেছে নিয়েছেন এক তরুণী। তিনি নিজেকে এক জন পেশাদার বখাটে বা ‘স্পয়েলড ব্র্যাট’ বলতেই ভালবাসেন। সমাজমাধ্যমে এসে কী ভাবে পুরুষদের থেকে টাকা আদায় করতে হয় তার কৌশল শেখালেন ব্লেয়ার রিচার্ডস নামের সেই তরুণী। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন আপনিও চাইলে একজন ‘পেশাদার লুটেরা’ হতে পারেন। তাঁর দাবি অনুযায়ী, তিনি গত চার বছরে প্রায় পাঁচ কোটি টাকা আয় করেছেন। বিভিন্ন সাইটের ফ্যান পেজ ও সমাজমাধ্যমকে হাতিয়ার করে তিনি এই বিপুল উপার্জন করেছেন। ‘ফিন সাব’কে পুঁজি করেই এই অর্থ জমা হয়েছে তাঁর অ্যাকাউন্টে।

চলতি ভাষায় ‘ফিন সাব’ হলেন এমন এক ব্যক্তি, যাঁকে দিয়ে সহজেই তাঁর প্রেমিক বা প্রেমিকা অর্থ খরচ করিয়ে নিতে পারেন। তাঁদের আর্থিক বিষয়গুলি সহজেই তাঁদের সঙ্গীরা নিয়ন্ত্রণ করতে পারেন। এই কাজ করতে ‘ফিন সাবে’রা নিজেরাও আনন্দ পান। ব্লেয়ার বেছে বেছে এই ধরনের ব্যক্তিদের থেকে টাকা নিয়ে কোটি টাকার মালিক হয়েছেন। তার প্রমাণস্বরূপ নিজের ফোনের স্ক্রিনশটটি ভাগ করে নিয়ে জানিয়েছেন, এক ব্যক্তি মাত্র এক ঘন্টার মধ্যেই তাঁকে কয়েকশো ডলার পাঠিয়েছিলেন, কারণ তরুণী তাঁকে এই অর্থ পাঠাতে বলেছিলেন। এর জন্য তাঁকে ওই ব্যক্তির সঙ্গে ডেটে যেতে হয়নি অথবা দেখা করতে হয়নি। ব্লেয়ারের উপদেশ, নিজের সৌন্দর্যকে পুঁজি করে যে কেউই পেশাদার ভাবে এই পথ বেছে নিতে পারেন। ব্লেয়ারের এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

social site fin sub Income money

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}