Advertisement
E-Paper

বড়দিনে বহু পুরনো অলঙ্কার ভাঙতেই হতবাক পরিবার! ভিতর থেকে বেরিয়ে এল ‘টাইম ক্যাপসুল’, সঙ্গে রহস্যময় বার্তা

সমাজমাধ্যম রেডিটে এক জন ব্যবহারকারী ঘটনাটির কথা জানিয়েছেন। ভাঙা অলঙ্কারের ছবিও পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, তাঁর মা বেশ কয়েক বছর ধরে পুরনো ক্রিসমাস-অলঙ্কার সংগ্রহ করেন। সংগ্রহশালায় বহু বছর ধরে কাচের ওই লাল অলঙ্কারটিও ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৯:৩০
American family found 60 year old notes after Christmas ornament broke

—প্রতীকী ছবি।

বড়দিনে সাজানোর জন্য বাড়িতে রাখা ছিল লাল কাচের অলঙ্কার। বহু বছর ধরে বড়দিন উপলক্ষে বার করা হত সেই কাচের অলঙ্কার। কিন্তু এই বড়দিনে সেই অলঙ্কারটি হাত থেকে পড়ে ভাঙতেই চমকে গেল আমেরিকার এক পরিবার। খোঁজ পেল ৬০ বছর ধরে লুকিয়ে থাকা এক ‘গুপ্তধন’-এর। কী সেই গুপ্তধন? আমেরিকার সেই ঘটনা ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

সমাজমাধ্যম রেডিটে এক জন ব্যবহারকারী ঘটনাটির কথা জানিয়েছেন। ভাঙা অলঙ্কারের ছবিও পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, তাঁর মা বেশ কয়েক বছর ধরে পুরনো ক্রিসমাস-অলঙ্কার সংগ্রহ করেন। সংগ্রহশালায় বহু বছর ধরে কাচের ওই লাল অলঙ্কারটিও ছিল। কিন্তু সদ্য শেষ হওয়া বড়দিনে সেই কাচের অলঙ্কারটি হাত থেকে পড়ে ভেঙে যায়। আর তার পরেই অবাক হয়ে যান পরিবারের সদস্যেরা। ওই রেডিট ব্যবহারকারীর দাবি, অলঙ্কারটির ভিতর ছোট কয়েকটি ‘টাইম ক্যাপসুল’ ছিল, যা ৬০ বছরের পুরনো। ওই ‘টাইম ক্যাপসুল’ আর কিছু নয়, বহু দিন আগে হাতে লেখা কয়েকটি নোট। নোটগুলি ১৯৬০ এবং ১৯৭০-এর দশকের লেখা। লিখেছেন ‘বিজে’ নামে কেউ। নোটগুলির কোনওটায় লেখা ছিল, ‘ভবিষ্যতের জন্য শুভ বড়দিন।’ অন্য একটিতে লেখা, ‘তুমি শীঘ্রই খুশি হবে।’ নোটগুলি পড়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে বলেও জানিয়েছেন রেডিট ব্যবহারকারী।

রেডিটে ওই পোস্টটি করা হয়েছে ‘অ্যাশলেগি’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে লেখা, ‘বড়দিনের অলঙ্কারে টাইম ক্যাপসুল’। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিষয়টিকে রহস্যময় তকমা দিয়েছেন অনেকে।

Bizarre Bizarre Incident america christmas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy