জঙ্গলে ঘুরতে গেলে বা সমুদ্রসৈকতে গিয়ে অনেকেই হাতি, ঘোড়া, উট প্রভৃতি প্রাণীর পিঠে চড়েন। বহু মানুষের শখের তালিকাতেই সেগুলি থাকে। কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী দেখলে তার পিঠে ওঠার জন্য লাফালাফি মানুষ সাধারণত করেন না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ভিডিয়োটি যদিও অন্য কথা বলছে। সেই ভিডিয়োয় থাকা প্রৌঢ় আর পাঁচজন সাধারণ মানুষের থেকে ‘আলাদা’। তাঁর শখ হয়েছে অ্যলিগেটরের পিঠে চাপার, তাকে ছুঁয়ে দেখার। চুপচাপ শুয়ে থাকা অ্যালিগেটরকে দেখেই প্রৌঢ়ের মনে হয়েছে এর পিঠে উঠে বসতে হবে। ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য প্রথমে তিনি একটি সাদা কাপড়ের সাহায্যে অ্যালিগেটরের চোখ দু’টি ঢেকে দিলেন। তার পর উঠে বসতে গেলেন তার পিঠে। শান্ত অ্যালিগেটর গেল চটে, মুখ ঘুরিয়ে প্রৌঢ়ের হাতে বসিয়ে দিল জোরালো কামড়। কোনও মতে সেখান থেকে বেঁচে ফিরলেন তিনি। কায়দাবাজির সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা মাঠের পাশে শুকনো ছোট নালার মধ্যে শুয়ে রয়েছে একটি অ্যালিগেটর। এক জন প্রৌঢ় সেই অ্যলিগেটরটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। সেই ভয়ঙ্কর সরীসৃপের পিঠে বসার শখ জেগেছে তাঁর মনে। তাই সেই প্রৌঢ় অ্যলিগেটরটির কাছে গিয়েই প্রথমে সেটির চোখের উপর একটা সাদা রঙের কাপড় ফেলে দিলেন। অনাহূত অতিথির মতো একটা কাপড় মুখের উপর এসে পড়ায় অ্যালিগেটরটি একটু বিরক্ত বোধ করল। মুখ হা করে তীক্ষ্ণ দাঁতের পাটি দেখিয়ে প্রৌঢ়কে সাবধান করারও চেষ্টা করল অ্যালিগেটরটি। কিন্তু লাভের লাভ কিছু হল না, নাছোড়বান্দা প্রৌঢ় সে সবের তোয়াক্কা না করেই এগিয়ে গেলেন। পা টিপে টিপে এগিয়ে গিয়ে তিনি সেই শুকনো ছোট নালায় নামলেন। তার পর অ্যালিগেটরের লেজের দু’দিকে পা দিয়ে দাঁড়ালেন তিনি। পাশ দিয়ে অন্য এক তরুণ আবার এগিয়ে গেলেন প্রৌঢ়কে সেই কাজে সাহস জোগানোর জন্য। এ বার এল সেই মুহূর্ত। প্রৌঢ় নীচু হয়ে অ্যলিগেটরের পিঠে বসতে গেলেন, হাত বাড়িয়ে সেটির গলার কাছের জায়গাটা ছুঁয়ে দেখারও চেষ্টা করলেন। আর তখনই অ্যালিগেটরটি মুখ ঘুরিয়ে তেড়ে গেল প্রৌঢ়ের দিকে। প্রৌঢ়ের হাতের গুলিতে নিজের তীক্ষ্ণ দাঁতগুলি গেঁথে গিল অ্যালিগেটরটি। হাত-পা ঝাড়া দিয়ে অ্যালিগেটরটিকে সরিয়ে দিয়ে কোনও রকমে সেখান থেকে বেঁচে ফিরে এলেন প্রৌঢ়। সেই ভয়ঙ্কর শখের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সারভিসিয়সদেপ্রেসনা’ নামের ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা হাসির মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকেরা প্রৌঢ়ের দুঃসাহসিকতার তীব্র নিন্দা করেছেন।