বিয়ের অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের সমাগম হয়েছে। জীবনের এই শুভ মুহূর্ত উদ্যাপন করতে নানা ধরনের টপিং দিয়ে কেক সাজাচ্ছিলেন নবদম্পতি। কিন্তু বৌয়ের আগে সেই কেক চেখে ফেলেন তরুণ। তা দেখেই চোটপাট শুরু করে দেন তরুণী। সকলের সামনে বরকে বকাও দেন তিনি। বকা খেয়ে আর রাগ সামলাতে পারেননি তরুণ। সকলের সামনে কেক মেঝেয় ছুড়ে ফেলে অনুষ্ঠানগৃহ ছেড়ে বেরিয়ে যান তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লিসা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নবদম্পতি তাঁদের বিয়ের উদ্যাপন করতে আনন্দে বিয়ের কেক সাজাচ্ছিলেন। অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য তাঁদের ঘিরে দাঁড়িয়েছিলেন। তরুণ-তরুণী যখন কেক সাজাচ্ছিলেন, তখন গানও বাজছিল। দু’জনে নাচ করতে করতেই কেকের উপর ফল ঢেলে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছিলেন। পরে কেকের উপর দু’জন মিলে চিনির গুঁড়োও ছড়িয়ে দিলেন।
আরও পড়ুন:
তার পরেই বাধল বিবাদ। কেক সাজানো শেষ হওয়ার পরমুহূর্তেই সামান্য কেক তুলে তা চেখে দেখলেন তরুণ। তা দেখে তরুণকে বকা দিলেন তরুণী। যদিও তরুণীর কোনও কথা অতিথিরা শুনতে পাননি। তবে, তরুণীর কথা শুনে খেপে যান তরুণ। রাগ সামলাতে না পেরে মেঝেতে কেকটি ছুড়ে ফেলে দেন তিনি।
সকলের সামনে অপ্রস্তুত হয়ে অনুষ্ঠানগৃহ ছেড়ে বেরিয়ে যান তরুণী। তাঁকে অনুসরণ করে বেরিয়ে যান নতুন বরও। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে তরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘জীবনের এমন বিশেষ দিনে স্ত্রীকে এ ভাবে অপমান করা উচিত হয়নি। এমন মানুষের সঙ্গে সারা জীবন কাটালে কী হবে তা ভেবে চিন্তা হচ্ছে।’’