হাওয়া খেতে খেতে হ্যামকের উপর শুয়ে একটুখানি জিরিয়ে নেবে। এই ছিল ভালুকের ইচ্ছা। কিন্তু এই সামান্য ইচ্ছাপূরণ করতেই তাকে নাস্তানাবুদ হতে হল। হ্যামকে যত বার উঠতে যাচ্ছে, তত বার পড়ে যাচ্ছে সে। শেষে রাগ মাথায় চড়ে বসল ভালুকটির। বালিশ নিয়ে তা ছিঁড়ে ফেলার চেষ্টা করল সে। তার পর তা নিয়ে গাছের ডাল ধরে উপরে উঠতে যাচ্ছিল ভালুকটি। সেই চেষ্টাও ব্যর্থ হল তার। মুখ থেকে বালিশটি গেল নীচে পড়ে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা রয়েছে একটি হ্যামক। সেই হ্যামকে ওঠার চেষ্টা করে যাচ্ছে একটি ভালুক। কিন্তু কী ভাবে হ্যামকের উপর উঠে শুয়ে পড়া যায় তা ঠাহর করে উঠতে পারছিল না ভালুকটি। হ্যামকের এক দিক ধরে উঠলেও অন্য দিক দিয়ে নীচে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে সে। এক বার সে হ্যামকের উপর উঠে পড়লেও স্থির হয়ে বসে থাকতে পারল না। হ্যামক উল্টে পড়ে গেল মাটিতে।
অধৈর্য হয়ে পড়েছিল ভালুকটি। হ্যামকটি নিয়ে অশান্ত হয়ে পড়ল সে। বার বার পড়ে যাচ্ছিল বলে রাগও হয়ে যায় ভালুকটির। অদূরেই পড়ে ছিল একটি বালিশ। সেই বালিশটি নিয়ে গাছের ডালে উঠতে শুরু করে সে। কিন্তু তার মুখ থেকে নীচে পড়ে যায় বালিশটি। মেজাজ যেন সপ্তমে চড়ে যায় ভালুকের। বালিশ ছিঁড়ে ফেলার চেষ্টা করে সে। তার পর আবার বালিশটিকে ফেলে দিয়ে হ্যামকের দিকে দৌড় দেয় ভালুকটি। ঘুম আর কপালে জোটে না তার।