আধুনিক পপ সঙ্গীতের সম্রাজ্ঞী। সারা বিশ্বে তিনি ‘কুইন বি’ নামে খ্যাত। ইতিমধ্যেই জিতে ফেলেছেন ৩৫টি গ্র্যামি। সম্প্রতি বিদেশের বিভিন্ন জায়গায় কনসার্টের জন্য ঘুরে বেড়াচ্ছেন তিনি। সঙ্গীতজীবনের কেরিয়ারে দশম কনসার্ট ট্যুর। কিন্তু সেই ট্যুরে গিয়েই বিপদে পড়লেন আমেরিকান গায়িকা বিয়ন্সে।
ভরা মঞ্চে পারফর্ম করার সময় তাঁর পোশাক গেল খুলে। তার পর দারুণ কায়দায় সকলের সামনে মঞ্চ থেকে প্যান্টটি তুলে আবার পরে নিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টেলিচক্কর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সোনালি রঙের পোশাক পরে মঞ্চের মাঝে দাঁড়িয়ে গান করছিলেন বিয়ন্সে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবাম থেকে ‘আই অ্যাম দ্যাট গার্ল’ গানটি গাইছিলেন তিনি। গায়িকার চোখে তখন রোদচশমা। মিউজ়িকের সঙ্গে তাল মিলিয়ে নাচও করছিলেন তিনি।
নাচ করতে করতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়। বিয়ন্সের পিছনে তখনও নৃত্যশিল্পীরা পারফর্ম করে চলেছেন। ভরা মঞ্চে পারফর্ম্যান্সের মাঝে এমন ঘটনা ঘটলে সাধারণত অপ্রস্তুত হয়ে যাওয়ার কথা। গায়িকাও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। কিন্তু তা চোখেমুখে ধরা পড়ল না তাঁর। বরং দারুণ কায়দায় নীচে বসে প্যান্টটি তুলে দাঁড়িয়ে পড়লেন তিনি। গায়িকার ঠোঁটে তখন দুষ্টু হাসি।
গায়িকার সাহসিকতার সাক্ষী থাকতে পেরে দর্শকও আর থেমে থাকতে পারলেন না। শিস দিয়ে বিয়ন্সেকে বাহবাই জানালেন তাঁরা। কোমরের কাছে প্যান্টটি ধরে দাঁড়াতেই এক জন নৃত্যশিল্পী এসে তা পরিয়ে দিলেন গায়িকাকে। তত ক্ষণে মাইক তুলে গান গাইতে শুরু করে দিয়েছেন বিয়ন্সে।
আরও পড়ুন:
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সপ্তাহখানেক আগে এই ঘটনাটি লন্ডনের একটি স্টেডিয়ামে ঘটেছে। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করতে শুরু করেছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে ‘কাউবয় কার্টার’ নামের একটি কনসার্ট ট্যুরে বেরিয়েছেন বিয়ন্সে। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সেই কনসার্ট ট্যুর শুরু হয়েছিল। ২৬ জুলাই আমেরিকার নেভাদার প্যারাডাইস -এ অনুষ্ঠান হয়ে বিয়ন্সের এই ট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।