Advertisement
E-Paper

ক্যাবে বসে করা যাবে ‘প্রেমের নেশা’, খাওয়া যাবে চুমু! গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা চালু করল সংস্থা?

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, কর্নাটকের বেঙ্গালুরুতে যুগলদের একান্তে চুমু খাওয়ার সুযোগ দিচ্ছে একটি ক্যাব সংস্থা। সংস্থার নাম ‘স্মুজ়ি’। ওই ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন যুগলেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৪:৫০
Bizarre claim about smooch cab that allowing people to kiss inside vehicle, here is the truth

—প্রতীকী ছবি।

ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন যুগলেরা। নিশ্চিন্তে চুমুও খেতে পারবেন! ফিরেও দেখবেন না চালক। যুগলদের চুমু খাওয়ার ব্যবস্থা করতে এমনই পরিষেবা শুরু করল একটি ক্যাব সংস্থা। সম্প্রতি এক্স হ্যান্ডলের একটি পোস্টে তেমনটাই দাবি করা হয়েছে। ভাইরাল হয়েছে সেই পোস্ট (যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়েছে, কর্নাটকের বেঙ্গালুরুতে যুগলদের একান্তে চুমু খাওয়ার সুযোগ দিচ্ছে একটি ক্যাব সংস্থা। সংস্থার নাম ‘স্মুজ়ি’। ওই ক্যাবে বসে একান্তে সময় কাটাতে পারবেন যুগলেরা। চুমু খেতে পারবেন নিভৃতে। তবে তার জন্য কয়েকটি শর্ত মেনে চলা অত্যাবশ্যক। তার মধ্যে অন্যতম চুমু খাওয়ার সময় অত্যধিক জোরে আওয়াজ না করা। পাশাপাশি, ক্যাবে চড়ে কেবল ‘প্রেমের নেশা’ করতে পারবেন গ্রাহকেরা। অন্য কোনও নেশার দ্রব্য নিয়ে উঠলে চালক যথাযথ ব্যবস্থা নিতে পারেন। ক্যাবে যুগলের উপর নজরদারি চালানোর জন্য কোনও ক্যামেরা থাকবে না বলেও নিশ্চিত করা হয়েছে ওই পোস্টে। সেই পোস্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

ভাইরাল সেই পোস্টটি করা হয়েছে ‘অনুষ্কা’ নামের এক্স হ্যান্ডল থেকে। একটি বিজ্ঞাপনের ছবিও দেওয়া হয়েছে সেই পোস্টে। ইতিমধ্যেই বহু মানুষ সেই পোস্ট দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে সেই পোস্টকে রিপোস্ট করে ‘স্মুজ়ি’ পরে জানিয়েছে, ক্যাবে বসে চুমু খাওয়ার সুযোগ শুধু ১ এপ্রিল বৈধ। সেখান থেকেই নেটাগরিকেরা বুঝতে পেরেছেন যে, পুরো বিষয়টিই ভুয়ো। গ্রাহকদের বোকা বানাতে বা ‘এপ্রিল ফুল’ করতেই নাকি ও রকম বিজ্ঞাপন ছাপা হয়েছিল। উল্লেখ্য ‘স্মুজ়ি’ এমন একটি ডেটিং অ্যাপ, যা মিমের পছন্দ অনুযায়ী গ্রাহকদের একে অপরের সঙ্গে আলাপ করায়।

Bizarre News Bizarre Bizarre Love CAB Bengaluru April Fool
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy