Advertisement
E-Paper

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মাত্র পাঁচ জন! রাগে ‘আত্মীয়দের জীবন থেকে মুছে ফেললেন’ নববধূ

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেলিনার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয়েছে একটি হলঘর। খানাপিনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই ব্যবস্থা যাঁদের জন্য করা হয়েছে তাঁরাই অনুপস্থিত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩
Bride feels bad after very few people attend her wedding reception

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়েতে কেউ আসেনি। মনের দুঃখে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করলেন নববধূ। আমেরিকার ওই তরুণীর নাম কালিনা মেরি। দিন কয়েক আগেই বিয়ে হয়েছে তাঁর। এর পর তাঁদের বিয়ে উপলক্ষে জমকালো অনুষ্ঠানেরও ব্যবস্থা করেন তিনি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০ জনের জন্য খাওয়াদাওয়ার বন্দোবস্ত করেছিলেন কালিনা। তবে সেই অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের ঘণ্টা দুই পরে স্বামীর সঙ্গে সেখানে উপস্থিত হন তিনি। আর সেখানে গিয়েই মন ভাঙে তাঁর। দেখেন, আমন্ত্রিতদের মধ্যে সর্বসাকুল্যে পাঁচ জন উপস্থিত হয়েছেন। এর পরেই সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যম টিকটকে পোস্ট করে দুঃখপ্রকাশ করেন কালিনা। স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা তাঁর আমন্ত্রণে সাড়া দেননি, তাঁদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি রাজি নন। তাঁদের নিজের জীবন থেকে মুছে ফেলার কথাও তিনি জানিয়েছেন। কেলিনার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেলিনার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে একটি হলঘর। খানাপিনার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু সেই ব্যবস্থা যাঁদের জন্য করা হয়েছে তাঁরাই অনুপস্থিত। সারা হলঘর ধু-ধু করছে। নববধূ এবং বর সেখানে উপস্থিত হয়ে ওই দৃশ্য দেখে অবাক হয়ে যান। মনখারাপ হয়ে যায় তাঁদের। তবে এর পর উপস্থিত কতিপয় আমন্ত্রিতের সঙ্গেই নাচগান করেন কালিনা এবং তাঁর স্বামী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

কালিনা এবং তাঁর স্বামীর ফাঁকা অনুষ্ঠান হলে প্রবেশের ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় এক কোটি বার দেখা হয়েছে। অন্যান্য সমাজমাধ্যমেও বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়ো দেখে।

Viral Video Marriage Heart Break Wedding Reception Guests
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy