বিয়ে উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। আয়োজন করা হয়েছে নৃত্যের অনুষ্ঠানের। আর সেই মঞ্চে দাঁড়িয়েই নৃত্যশিল্পী এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে রেগে অগ্নিশর্মা কনে। কী এমন করলেন ওই নৃত্যশিল্পী তরুণী? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর চটুল ভোজপুরি গানে নাচছেন এক নৃত্যশিল্পী। তাঁর সামনেই দাঁড়িয়ে রয়েছেন নববর-বধূ। বাকি আত্মীয়েরাও ছড়িয়েছিটিয়ে রয়েছেন। নাচ উপভোগ করছেন সকলেই। কিন্তু এমন সময় নাচতে নাচতে হঠাৎই বরের গায়ে হাত দেন ওই তরুণী নৃত্যশিল্পী। আর তা দেখে খুশিতে গদগদ হয়ে যান বর। মুখে হাসি ফোটে তাঁর। অন্য দিকে ওই দৃশ্য দেখে মুখ হাঁড়ি হয় কনের। চোখ-মুখ লাল হয়ে যায়। রাগী চোখে তাকিয়ে থাকেন বরের দিকে। কিন্তু সে দিকে হুঁশ নেই বরের। তিনি নৃত্য উপভোগ করতে থাকেন। তরুণী নৃত্যশিল্পী কিন্তু পুরো বিষয়টি আঁচ করতে পারেন। তিনি নিজেই বরের হাত ধরে তাঁকে কনের দিকে এগিয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘ইনস্টা লাভ ফর ইউ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এর পর বরের কী অবস্থা হবে ভেবে হাসি পাচ্ছে। ফুলশয্যার দিনই বেচারার খারাপ কাটবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যত পারবি নেচে নে ভাই। এই সুযোগ আর পাবি না।’’