Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Cash Recovery in Hyderabad

বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা, সোনা, রুপো উদ্ধার করল পুলিশ, দমকল

একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকল। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা।

representative photo of cash

প্রচুর পরিমাণ টাকা উদ্ধার করা হল। প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হায়দরাবাদ শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৪:১৫
Share: Save:

এ যেন কেঁচো খুড়তে কেউটে! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হল কোটি কোটি টাকা। ঘটনাটি হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকার। একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকল। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১.৬৫ কোটি টাকা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

গোপালপুরম পুলিশ জানিয়েছে, শ্রীনিবাস নামে ওই ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পরে আগুন নেভানো হয়। আগুনে পুড়ে গিয়েছে পুরনো আসবাবপত্র। সেই সময়ই পুলিশ খবর পায় যে, ওই ব্যক্তির বাড়ির নীচের তলায় প্রচুর টাকা রাখা রয়েছে। এর পরই তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশি অভিযানের সময়ই ঘর থেকে উদ্ধার করা হয় ওই পরিমাণ টাকা। সঙ্গে উদ্ধার করা হয়েছে সোনা, রুপোও। খবর দেওয়া হয় আয়কর দফতরকেও। হাওয়ালার মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে কি না, তা জানা যায়নি।

অন্য বিষয়গুলি:

Cash money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE