Advertisement
E-Paper

হৃতিকের ছবির গানে নেচে উঠলেন ‘সিরিয়াল কিলার’! ভিডিয়ো ভাইরাল হতেই জানা গেল সত্য

পিছনে বেজে চলেছে ‘কহো না প্যার হ্যায়’ গানটি। হিন্দি ছবির এই গানের দৃশ্যে হৃতিক এবং অমিশাকেও খানিকটা একই ভাবে নাচতে দেখা গিয়েছিল। বলিউডি নাচের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়ায় হলি অভিনেতার এই ভিডিয়োও সমাজমাধ্যমের পাতায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। কে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১২:০৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দু’দিকে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন এক দল তরুণ-তরুণী। মাঝখান দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন ‘সিরিয়াল কিলার’। কখনও হাত নাড়িয়ে, কখনও আবার ঝুঁকে পড়ে নাচ করছেন তিনি। এই নাচের পোজ় দেখার পর চোখের সামনে ভেসে ওঠে বলিউড ছবির দৃশ্য। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না…প্যার হ্যায়’ ছবিতে হৃতিক রোশন এবং অমিশা পটেলকেও একটি গানে এই পোজ়েই নাচ করতে দেখা গিয়েছে। তবে কি বিদেশি ‘সিরিয়াল কিলার’ শেষ পর্যন্ত হিন্দি গানের সঙ্গে নাচ করে উঠলেন? সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কোয়ালিটিপোস্টস্’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আমেরিকার অভিনেতা পেন ব্যাডগ্লে নাচ করছেন। তাঁর দু’পাশে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। পেন-কে নাচ করতে দেখে তাঁরাও একই ভাবে নাচ করছেন। নেপথ্যে বেজে চলেছে ‘কহো না প্যার হ্যায়’ গানটি। হিন্দি ছবির এই গানের দৃশ্যে হৃতিক এবং অমিশাকেও খানিকটা একই ভাবে নাচতে দেখা গিয়েছিল। বলিউডি নাচের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়ায় হলি অভিনেতার এই ভিডিয়োও সমাজমাধ্যমের পাতায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবার মন্তব্য করে বসেন, ‘‘সিরিয়াল কিলার হিন্দি গানে নাচ করছেন।’’

বিদেশি লেখিকা ক্যারোলিন কেপনেসের বইয়ের উপর নির্ভর করে ২০১৮ সাল থেকে ওটিটির পর্দায় ‘ইউ’ নামের একটি ওয়েব সিরিজ় সম্প্রচারিত হয়ে চলেছে। সম্প্রতি মনস্তাত্ত্বিক ঘরানার সেই সিরিজ়ের পঞ্চম এবং অন্তিম পর্ব মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজ়ে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে পেনকে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর নাচের ভিডিয়ো পুরোপুরি সত্য নয়।

আমেরিকার গায়িকা-অভিনেত্রী জেনিফার কেট হাডসন ২০২২ সাল থেকে একটি টক শো সঞ্চালনা করেন। সেই অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেন। মঞ্চের পিছনে সম্ভবত ক্রু সদস্যদের সঙ্গে নাচ করছিলেন পেন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেখানে হৃতিকের ছবির হিন্দি গানটি মোটেও বাজানো হয়নি।

‘কমপ্লেক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় পেনকে সকলের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে ঠিকই। তবে সেখানে বাজছিল ইংরেজি গান ‘অ্যানজ়াইটি’। সেই গানের সঙ্গেই নাচ করছিলেন অভিনেতা। নেটাগরিকদের অধিকাংশের দাবি, এই ভিডিয়োটি সত্য। নাচের পোজ়ের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় কেউ প্রযুক্তির সাহায্যে ভিডিয়োর সঙ্গে হিন্দি গানটি জুড়ে দিয়েছেন। হিন্দি গানের সঙ্গে হলি অভিনেতাকে নাচ করতে দেখে মুহূর্তের মধ্যে সেই ভিডিয়োটি নেটপাড়ায় ছড়িয়ে পড়ে।

Viral Video Hrithik Roshan Web Series Hollywood Actor Dance Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy