উড়ন্ত গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল চিনা সংস্থা। কিন্তু সেই গাড়িগুলির মহড়া চলাকালীনই ঘটে গেল দুর্ঘটনা। আকাশ থেকে মাটিতে নামার সময় পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে পুড়ে ছাই হয়ে গেল গাড়ি দু’টি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে উত্তর-পূর্ব চিনে ‘চাংচুন এয়ার শো’-এর মহড়া চলাকালীন ওই দু’টি গাড়ি মাঝ-আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের সময় একে অপরের সঙ্গে ধাক্কা খায় চিনা বৈদ্যুতিন গাড়ি সংস্থা ‘এক্সপেং’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘এক্সপেং অ্যারোএইচটি’র তৈরি ওই দুই উড়ন্ত গাড়ি। সংঘর্ষের কারণে বিস্ফোরণ হয়ে গাড়ি দু’টিতে আগুন ধরে যায়। মাটিতে আছড়ে পড়ে দু’টি গাড়িই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
দুর্ঘটনা প্রসঙ্গে ‘এক্সপেং’ এক বিবৃতিতে বলেছে, ‘‘ঘটনাস্থলে উপস্থিত সকল কর্মী নিরাপদে আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি ভাল ভাবে সামলেছেন।’’ যদিও এক প্রতিবেদনে উঠে এসেছে যে, সেই ঘটনায় এক জন আহত হয়েছেন।
উড়ন্ত গাড়ি দু’টির দুর্ঘটনার কবলে পড়ার মুহূর্তের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সাউন্ড অফ হোপ_এসওএইচ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন। ভবিষ্যতের যানবাহনগুলি আদতে কতটা প্রস্তুত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্যই চিনা পণ্যে ভরসা করতে নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! আমার এই গাড়ি কেনার বা চড়ার কোনও শখ নেই।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘এক্সপেং’ সংস্থার উড়ন্ত গাড়িগুলি আংশিক ড্রোন এবং আংশিক গাড়ি। উল্লম্ব ভাবে উড়ান এবং অবতরণের জন্য ডিজ়াইন করা হয়েছে গাড়িগুলিকে। দাম রাখা হয়েছে তিন লক্ষ ডলার। তবে মহড়া চলাকালীনই গাড়ির দুর্ঘটনার কারণে অস্বস্তিতে পড়েছে সংস্থাটি।