আবাসিক চিকিৎসকদের হস্টেলের শৌচালয়ে সাক্ষাৎ মৃত্যুদূত! কুচকুচে কালো গোখরোকে দেখে ছড়াল আতঙ্ক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুরা এলাকায়। ১৪ সেপ্টেম্বর গভীর রাতে নয়াপুরা এলাকার এমবিএস এবং জেকে লোন হাসপাতালের আবাসিক চিকিৎসকদের হস্টেলে বিষাক্ত সাপটি ঢুকে পড়ে বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসিক চিকিৎসকদের হস্টেলের শৌচালয়ের কমোডে ঢুকে পড়েছে একটি বিষাক্ত সাপ। বাইরে থেকে জল দেওয়া হচ্ছে তার গায়ে। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর সাপটি কমোডের বাইরে বেরিয়ে আসে। কালো সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সাপের গায়ে জল ঢালার ভুল করে ফেলেন চিকিৎসকেরা। ফলে আরও রেগে যায় সাপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গোখরোটি শৌচালয়ের পাইপ দিয়ে ভিতরে ঢুকেছিল। সাপটিকে উদ্ধারের জন্য গোবিন্দ শর্মা নামে এক উদ্ধারকারীকে ডাকা হয়েছিল। অনেক চেষ্টার পর, তিনি সফল ভাবে গোখরোটিকে ধরে ফেলেন। পরে লাডপুরা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সেটিকে। বন বিভাগের কর্তারাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
চিকিৎসকদের হস্টেলে সাপ ঢুকে পড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে খুশবু নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। সাপের গায়ে জল ছেটানো বড় ভুল বলেও মনে করছেন নেটাগরিকদের একাংশ।