গাছের ডালে শুঁড় পেঁচিয়ে তা ঝাঁকিয়েই চলেছে একটি হাতি। ছাড়বার পাত্র নয় সে। বার বার গাছের ডাল ধরে নাড়াতে গাছশুদ্ধ মাটিতে উপড়ে ফেলল দাঁতাল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘লেটেস্টক্রুগার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি গাছের ডাল শুঁড়ে পেঁচিয়ে অনবরত ঝাঁকিয়ে চলেছে একটি দাঁতাল। গাছটি মাটি থেকে যেন উপড়ে ফেলতেই হবে তাকে। কিছুতেই হার মানবার পাত্র নয় সে। অবশেষে ইচ্ছাপূরণ হল তার।
পুরো গাছটিই শিকড়সুদ্ধ উপড়ে ফেলল হাতিটি। গাছটি ফেলে দিয়ে শুঁড় দুলিয়ে মাথা নাড়াতে লাগল ওই হাতিটি। নিজের শক্তি প্রদর্শন করে ভারি খুশি হয়েছে হাতিটি। তার কাণ্ড দেখে সেখানে ছুটে গেল অন্য একটি হাতি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাতির গায়ে বিশাল জোর। কেমন ভাবে গাছ উপড়ে ফেলল সে!’’ আবার এক জন লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে গিয়ে এমন মুহূর্তের সাক্ষী থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার।’’