Advertisement
E-Paper

সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ল জলহস্তী, একজোটে আক্রমণ করল দলের অন্যরাও

আক্রমণ ও পাল্টা আক্রমণের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডাটচুঘাই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৪
Fight between crocodile and hippopotamus steals the internet

ছবি: এক্স থেকে নেওয়া।

কথায় আছে সন্তানের জন্য একজন মা শেষ অবধি লড়াই করতে পারেন। শুধু মানুষ নয়, এমন কথা প্রযোজ্য বনের পশুদের ক্ষেত্রেও। সন্তানের ক্ষতি করতে আসা শত্রুর সঙ্গে সম্মুখসমরে নেমে পড়তেও দ্বিধা করেন না মা। এমনই এক ভয়ঙ্কর ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, এক জলহস্তী নিজের বিপদের কথা ভুলে ঝাঁপিয়ে পড়েছে ভয়ালদর্শন কুমিরের উপর। আক্রমণ ও পাল্টা আক্রমণের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডাটচুঘাই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। জলে থাকা দুই বন্যপ্রাণের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের সেই দৃশ্য নজর কে়ড়েছে সমাজমাধ্যমের। যদিও সেই ভিডি়য়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি জলহস্তী শাবককে আক্রমণ করে একটি বড়সড় কুমির। সেই আক্রমণ ঠেকাতে পারেনি শাবকটি। অসম যুদ্ধে মারা পড়ে শাবকটি। যা দেখে স্থির থাকতে পারেনি। বিশালকার সেই মা জলহস্তীটি সটান এসে কামড় বসায় কুমিরটিকে। ছটফট করতে থাকে কুমিরটি। তবে সেটিও পাল্টা আক্রমণ করতেও ছাড়েনি জলহস্তীটিকে। দুজনের লড়াই দেখে এগিয়ে আসে অন্য জলহস্তীরাও। তারাও একে একে জড়ো হয়ে মা জলহস্তীর লড়াইয়ে শামিল হয়। গোটা পঞ্চাশেক জলহস্তী একজোট হয়ে চড়াও হয় কুমিরটির উপর। কুমিরটির ঘাড় কামড়ে ধরে থাকে কয়েকটি জলহস্তী। আকস্মিক আক্রমণে পর্যদুস্ত হয়ে যায় কুমিরটি। ফেব্রুয়ারি মাসে পোস্ট করা এই ভিডিয়োটি সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। এ পর্যন্ত ভিডিয়োটি ২ কোটি ৬০ লক্ষ বার দেখা হয়েছে।

Hippopotamus Crocodile Fight
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy