Advertisement
E-Paper

বিমানের ইঞ্জিনের ভিতর পুশ আপ ফিটনেস প্রভাবীর! ভাইরাল হতেই শুরু বিতর্ক, সরে গেল ভিডিয়ো

ভিডিয়োটি টিকটকে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। এর পর সমাজমাধ্যম থেকে সেটিকে সরিয়ে নেওয়া হয়। যদিও এই ভিডিয়োটি গত বছরের জুন মাসে তোলা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৮
Fitness influencer limbed into a plane engine to do push-ups on the tarmac of Sydney Airport

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে বি‌খ্যাত হওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না অনেকেই। সেই রকমই একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে সমাজমাধ্যমে সমালোচনার মুখোমুখি হলেন এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে এক জন বডি বিল্ডার এবং ফিটনেস প্রভাবী ব্যক্তি বিমানের ইঞ্জিনে পুশ-আপ করার একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর প্রেসলি জিনোস্কি নামের এই ফিটনেস প্রভাবীকে নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। ভিডিয়োর শুরুতে পুশ-আপ করার আগে জিনোস্কি তাঁর অনুগামীদের বলেছিলেন, ‘‘বিমানটি ওড়ার আগে শরীরচর্চা করে নেওয়া যাক।’’ ভিডিয়োটি টিকটকে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সেটিকে সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও এই ভিডিয়োটি গত বছরের জুন মাসে তোলা হয়েছিল। সম্প্রতি আবার তা ভাইরাল হয়ে যায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি সিডনি বিমানবন্দরে দাঁড় করানো ছিল এবং পরের দিন পর্যন্ত সেটি ওড়েনি। জিনোস্কি সংবাদমাধ্যমে নিজের স্টান্টের স্বপক্ষে জানান যে, তিনি কেবল মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই কাজ করেন। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, স্টান্টটি চলন্ত বিমান বা আশপাশের অন্য যাত্রীদের নিয়ে করা হয়নি। জিনোস্কি আরও দাবি করেছেন যে, স্রেফ বাতাসের ধাক্কায় প্রপেলারগুলি নড়ছিল এবং বন্ধ জেট ইঞ্জিনের ভিতরে যাওয়া বা বসে থাকা খুবই সাধারণ ঘটনা। এতে বিপদ নেই।

সিডনি বিমানবন্দরের এক জন মুখপাত্র ডেলি মেল ​​অস্ট্রেলিয়াকে জানিয়েছেন, বিমানবন্দরে এই ধরনের বিপজ্জনক আচরণ কোনও ভাবেই বরদাস্ত করে না বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি সংবাদমাধ্যম ডেলি মেলের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Stunt plane Australia Influencer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy