ভারতে তখন ভোরের আলো ফোটেনি। আমেরিকায় তখন সন্ধ্যা নামলেও ঝলমল করছে নিউ ইয়র্ক শহর। লাল গালিচার উপর দু’বাহু ছড়িয়ে শাহরুখোচিত ভঙ্গিমায় দেখা গেল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে। কিন্তু লাল গালিচায় তাঁকে দেখে চিনতে পারলেন না এক বিদেশি তরুণ। অভিনেতাকে সকলের সামনে প্রশ্ন করে বসলেন, ‘‘আপনি কে?’’ সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এসআরকেx১০লেডি রঠৌর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাহরুখের সাক্ষাৎকার নিতে মাইক হাতে এগিয়ে যাচ্ছেন এক বিদেশি সাংবাদিক। তাঁকে প্রথম প্রশ্ন করে বসলেন, ‘‘কে আপনি?’’ সে প্রশ্ন শুনে স্মিত হাসলেন শাহরুখ। তার পর পদবি বাদ রেখে বললেন, ‘‘আমি শাহরুখ।’’ এই ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, ‘‘শাহরুখের কোনও অহঙ্কার নেই। এত বড় তারকা হয়েও নিজের পরিচয় দিতে বাধে না তাঁর।’’ আবার এক জন লিখেছেন, ‘‘শাহরুখকে চেনেন না এমন মানুষ নেই। হয়তো সাক্ষাৎকার শুরুর সময় এমন প্রশ্ন করে থাকেন ওই সাংবাদিক।’’
২০২৫ সালের মেট গালার মূল ভাবনা অনুপ্রাণিত হয়েছে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিম’-এর নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। এই ফ্যাশন প্রদর্শনীতে শাহরুখের পোশাক নকশা করেছেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর ফ্যাশন ব্র্যান্ডের লোগো রয়্যাল বেঙ্গল টাইগারের আদলে। সব্যসাচীর তৈরি ব্যাগ, জামা, বেল্ট, এমনকি গয়নাতেও সেই রয়্যাল বেঙ্গলের চেনা প্রতীক থাকে।
সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধে ৬টা, ভারতীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টের সময় মেট গালার লাল গালিচায় প্রথম বার হাঁটলেন শাহরুখ। সব্যসাচীর ব্র্যান্ডের চেনা প্রতীক দেখা গেল মেট গালায়। কালো স্যুট, গলায় একাধিক নেকলেস, হাতের আট আঙুলে মণিমুক্তোখচিত আংটি। তবে শাহরুখের ‘লুকে’র বিশেষ আকর্ষণ হল ইংরেজি অক্ষরের ‘কে’ লেখা পেনডেন্ট এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ বসানো একটি কালো ছড়ি।
মেট গালার অনুষ্ঠানে যাওয়ার আগে শাহরুখ যখন হোটেল থেকে বেরোচ্ছিলেন তখন হোটেলের সামনে জনসমুদ্র। গলা ফাটিয়ে চিৎকার করেছেন সকলে। সে কথাই লাল গালিচায় দাঁড়িয়ে জানালেন সব্যসাচী। তাঁর কথায়, ‘‘শাহরুখ খান বিশ্বের অন্যতম সেরা তারকা। হোটেলের সামনে শাহরুখকে এক ঝলক দেখার জন্য লোকজনের প্রায় পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাহরুখকে শাহরুখের মতো তুলে ধরাই আমার লক্ষ্য ছিল।’’
প্রথম বার মেট গালায় এসে কেমন লাগছে সেই প্রশ্ন করায় শাহরুখ বলেন, ‘‘আমি কোনও দিন ভাবতে পারিনি যে এমন সুযোগ পাব। সব্যসাচীর জন্যই সম্ভব হল। এটিই প্রথম, আবার এটিই হয়তো আমার জীবনের শেষ বারের মতো আসা। তবে আমি খুব খুশি। তবে মন একটু বিচলিতও রয়েছে। আমি এখানে আসায় আমার সন্তানেরা খুব আনন্দ পেয়েছে।’’
প্রতি বছর ‘ফ্যাশনের তীর্থক্ষেত্র’ হিসাবে খ্যাত মেট গালার অনুষ্ঠান আয়োজিত হয় নিউ ইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজ়িয়ামে। ওই মিউজ়িয়ামের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। সে কারণেই প্রতি বছর সেখানে ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়। চলতি বছরে সেই প্রদর্শনীতে যোগ দিয়েছেন শাহরুখ। তা ছাড়াও কিয়ারা আডবাণী, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, দিলজিৎ দোশাঞ্জের মতো বলি তারকাদের দেখা গিয়েছে মেট গালার লাল গালিচায়।