বারান্দায় দাঁড়িয়ে জামাকাপড় ভাঁজ করছে এক তরুণ। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে তাঁর পোষ্য গোল্ডেন রেট্রিভার প্রজাতির কুকুর। কিন্তু সে কেবল দাঁড়িয়েই নেই, সে তরুণকে তাঁর কাজে সাহায্যও করছে। কী ভাবে? তরুণ বারান্দার দড়ি থেকে একটা একটা করে জামা নামিয়ে ভাঁজ করে সারমেয়টির মাথার উপর রাখছেন। আর কুকুরটি সেগুলো সব ‘শিরোধার্য’ করে শান্ত বালকের মতো দাঁড়িয়ে আছে। একটি জামাও কুকুরটির মাথার উপর থেকে মেঝেতে পড়ছে না। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন এক জন তরুণ এবং তাঁর পোষ্য সারমেয়। দু’জনেই কাচা জামাকাপড় ভাঁজ করতে ও রাখতে ব্যস্ত। তরুণ দড়িতে শুকোতে দেওয়া জামাগুলিকে নামিয়ে একটা একটা করে ভাঁজ করে চতুষ্পদের মাথার উপর রাখছে। আর সে মাথার উপর ‘জামার পাহাড়’ নিয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। একটিও জামা সেখান থেকে মেঝেতে পড়ছে না। জিভ বার করে, লেজ নাড়াতে নাড়াতে কুকুরটি তার প্রভুকে জামা ভাঁজ করতে দেখছে। মাঝেমাঝে আবার চোখের মণিগুলো উপরে তুলে মাথার উপর ‘দাঁড়িয়ে’ থাকা জামাগুলিকেও দেখে নিচ্ছে সে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘অস্কারওয়ান্ডারপাপ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় এক লক্ষ ৪০০ জন নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাস্ক ভরিয়ে তুলেছেন।