চারদিকে রঙের উৎসব পালন করা হচ্ছে। দোল খেলার পাশাপাশি যদি বলিউডি দোলের গান না বাজে তা হলে কী হয়? সেই গানের সঙ্গে আবার নাচ করাও চাই। তাই দোলের মেজাজে একটি হিন্দি গানের সঙ্গে নেচে উঠলেন জার্মান তরুণী। বলিউডি গানে নেচে নেটাগরিকদের প্রশংসা কুড়োলেন তিনি। সমাজমাধ্যমে নাচের সেই ভিডিয়ো পোস্ট করেছেন তরুণী।
আরও পড়ুন:
‘নয়না.ডব্লিউএ’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করেছেন তরুণী। তরুণীর নাম নিনা। জার্মানের বাসিন্দা নিনা হিন্দি গানের সঙ্গে নাচ করতে পছন্দ করেন। সমাজমাধ্যমে নাচের ভিডিয়োও পোস্ট করেন তিনি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ৯৪ হাজারের বেশি অনুগামী জোগাড় করে ফেলেছেন তিনি। ‘জার্মান বলিউড ডান্সার’ নামে নিজের পরিচয় দেন তরুণী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন নিনা। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, সাদা চুড়িদার পরে ঘরের ভিতর নাচ করছেন তিনি।
পিছনের স্মার্ট টিভিতে চলছে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘মহব্বতেঁ’ ছবির গান ‘সোনি সোনি আঁখিয়োঁওয়ালি’ গানটি। ছবিতে দোল উদ্যাপন করতে সেই গানটির সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল শাহরুখকে। শাহরুখের সঙ্গে এই নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন বলি নায়িকা অর্চনা পূরন সিংহ। সেই গান টিভিতে চালিয়ে নাচ করতে দেখা গেল নিনাকে। বলি নায়িকার মতো হুবহু নাচ করতে দেখা গেল তাঁকে। সেই ভিডিয়ো পোস্ট করার পরেই মন্তব্যের পাতা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আপনি দুর্দান্ত নাচ করেন। বিদেশি তরুণী যে দেশি গানে নাচ করছে তা দেখে ভাল লাগছে।”