ছেলে-বৌমাকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শাশুড়ি। জড়ো হওয়ার কথা ছিল পুরো পরিবারের। ইচ্ছা ছিল গল্পগুজব, হাসিঠাট্টায় এক সুন্দর সন্ধ্যা কাটানোর। কিন্তু পরিবারের সদস্যদের কোনও ধারণাই ছিল না, নৈশভোজের সময় তাঁদের জন্য যা অপেক্ষা করছে তা খাবার নয়, বরং ১৭ বছর ধরে গোপন থাকা এক রহস্য। আর সেই রহস্য প্রকাশ্যে আসতেই হাসি-মজার সন্ধ্যা বদলে গেল বিষাদে। তাজ্জব বনে গেলেন পরিবারের সদস্যেরা। কিন্তু কী সেই রহস্য? সমাজমাধ্যমে রেডিট-এ তা জানিয়েছেন ‘থ্রোআ্যাওয়েএকে৭৭’ নামের এক মহিলা ব্যবহারকারী।
আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সম্প্রতি শাশুড়ির বাড়িতে নৈশভোজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু খেতে বসার ঠিক আগে শাশুড়ি তাঁদের হাতে একটি খাম ধরিয়ে দেন। আর সেই খাম খুলতেই রহস্য উদ্ঘাটন হয়। রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর এবং স্বামীর সম্মতি ছাড়াই তাঁদের ১৭ বছরের কন্যার ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন শাশুড়ি। আর তারই ফলাফল ছিল সেই খামের ভিতর।
আরও পড়ুন:
ডিএনএ রিপোর্টে প্রকাশ পায় যে, রেডিট ব্যবহারকারী ওই মহিলার ১৭ বছর বয়সি কন্যার বাবা তাঁর স্বামী নন। এই তথ্য পরিবারকে স্তব্ধ করে দেয়। ভেঙে পড়েন তাঁর কন্যা। মহিলা সমাজমাধ্যমে জানিয়েছেন, মেয়ের জন্মের আগে তিনি ধর্ষিতা হয়েছিলেন। কিন্তু বিষয়টি পরিবারের বাকি সদস্যদের থেকে লুকিয়ে যান তিনি এবং তাঁর স্বামী। সেই সময় তিনি এবং তাঁর স্বামী সন্তানের জন্য চেষ্টা করছিলেন। ফলে যখন তাঁর গর্ভে সন্তান আসে, তখন তাঁরা জানতেন না যে সন্তানের পিতা কে। মহিলা তাঁর স্বামীকে পিতৃত্ব পরীক্ষা করার কথা জানালেও তিনি রাজি হননি। জানিয়েছিলেন, সন্তান যাঁরই হোক তাকে তিনি নিজের সন্তানের মতোই ভালবাসবেন।
আরও পড়ুন:
মহিলা এবং তাঁর স্বামী যে কথা গত ১৭ বছর ধরে সন্তানদের থেকে গোপন করেছিলেন, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকাশ্যে আনেন শাশুড়ি। মহিলা রেডিটে জানিয়েছেন, নিজের মায়ের ওই আচরণে রেগে যান তাঁর স্বামী। মায়ের সঙ্গে সম্পর্কও ছিন্ন করেন তিনি। অন্য দিকে, বাড়ি ফিরে কন্যার সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁকে সবটা বুঝিয়ে বলেন।
আরও পড়ুন:
মহিলার সেই পোস্ট প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে হইচই পড়েছে। ওই মহিলার শাশুড়ি যে কাণ্ড ঘটিয়েছিলেন তা ‘নিষ্ঠুর’ বলে নিন্দা করেছেন রেডিটের হাজার হাজার ব্যবহারকারী। ওই পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন কেউ কেউ। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য মহিলা এবং স্বামীর প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ।