বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। অনেক সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে বাহারি তুবড়ি-দোলনায় চড়ে বিপত্তিতে পড়েছেন বর-কনে। দোলনা ছিঁড়ে পড়ে গিয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুন্দর ভাবে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ির মঞ্চ। সেখানে একই রকম জামাকাপড় পরে কয়েক জন তরুণ-তরুণী নাচছেন। মধ্যমণি বর এবং কনে। রাজকীয় বিয়ের পোশাক পরে একটি স্বয়ংক্রিয় দোলনার উপর বসে রয়েছেন তাঁরা। গান বাজার সঙ্গে সঙ্গে পাত্র-পাত্রীকে নিয়ে শূন্যে উঠতে থাকে দোলনাটি। কিছুটা উপরে উঠে থেমে যায় সেটি। এর পর দোলনার দু’পাশ থেকে আগুনের ফোয়ারা ঝরতে থাকে। উপস্থিত জনতা হইহই করে ওঠে। তখনই ঘটে যায় বিপত্তি। দোলনার তার ছিঁড়ে মাটিতে পড়ে যান নবদম্পতি। হইহই পড়ে যায় বিয়েবাড়ি জুড়ে। পাত্র-পাত্রীকে তুলতে দৌড়ে যান আত্মীয়েরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনস্টা_ফ্যান_২’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই ভিডিয়ো দেখার পর উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যত ধুমধাম করে বিয়ে, তত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা।’’