Advertisement
২৬ এপ্রিল ২০২৪
snake

Huge Snake: বাপ রে বাপ, কী বিশাল সাপ! ঝরনার জলে স্নানরত যুবককে তাড়া, তার পর…

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ঝরনার জলে স্নান করছেন অনেকে। প্রাকৃতিক শোভার ছবি মোবাইল ক্যামেরাবন্দিও করছেন অনেকে। আচমকাই উদয় তার।

ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১১:০৭
Share: Save:

গরমের দিনে ঝরনার জলে স্নানের মজাই আলাদা। তাই গ্রীষ্মাবকাশে বেশির ভাগেরই প্রথম পছন্দ পাহাড়ি এলাকা। সেখানে বরফগলা জলে শরীর ধোয়ার বিকল্প নেই। কিন্তু নাইতে গিয়ে যদি আচমকা দেখা হয়ে যায় সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে!

এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে এক ভ্রমণকেন্দ্রে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে এমনই এক গ্রীষ্মাবকাশের উৎকৃষ্ট জায়গায় ঝরনার জলে স্নান করছেন অনেকেই। প্রাকৃতিক শোভার ছবি মোবাইল ক্যামেরাবন্দিও করছেন অনেকে। আচমকাই উদয় তার।

নেটমাধ্যমে তোলপাড় ফেলে দেওয়া সেই ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে, এক যুবক নদী ও আশেপাশের ছবি তুলছেন। হঠাৎ, একটি অতিকায় সাপের উদয়। শুধু দেখা দিয়েই ক্ষান্ত দেয় না সে। একেবেঁকে তাড়া করে ছুটে আসে ক্যামেরারত যুবকের দিকে। যুবকটি অবাক হয়ে সেই ছবিই ক্যামেরাবন্দি করতে থাকেন। কিন্তু যখন বোঝেন দু’হাত দূরে সাক্ষাৎ বিপদ, তখনই পিছু হঠতে থাকেন। তাতেও পিছু ছাড়ে না সাপ বাবাজি। রীতিমতো তাড়া করে যুবকের দিকে ছুটে আসতে থাকে সে। পিছোতে পিছোতে শেষপর্যন্ত একটি টিলায় উঠে পড়েন যুবকটি। সাপটিকেও সে দিকেই ধেয়ে যেতে দেখা যায়। সেখানেই ভিডিয়োটি শেষ হয়।

নেটমাধ্যমে মুহূর্তে ভাইরাল অতিকায় সাপের তাড়া করার ভিডিয়ো। লক্ষাধিক লাইক ও শেয়ারের বন্যা বয়ে যায়। কমেন্টে কেউ কেউ প্রশংসা করছেন যুবকের সাহসের। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, সাপটি কি আদৌ বিষাক্ত? যদিও সাপের যা চেহারা, তাতে বিষ থাক আর না-ই থাক, ধেয়ে আসছে দেখলে আত্মারাম খাঁচাছাড়া হওয়াই স্বাভাবিক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

snake Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE