Advertisement
E-Paper

জাতীয় সড়ক পার করছে পশুরাজ! থমকে গেল ট্র্যাফিক, ভিডিয়ো দেখে ছড়াল আতঙ্ক

গির অরণ্যের সীমান্তবর্তী অমরেলি জেলার ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে হঠাৎ একটি সিংহ দেখতে পাওয়া যায়। সড়কের এক ধারে সিংহটিকে দেখে ভয়ে থমকে যায় ট্র্যাফিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল ছেড়ে সড়কপথে নেমে এল ‘বনের রাজা’। জাতীয় সড়কের এক ধারে চুপচাপ দাঁড়িয়েছিল একটি সিংহ। তার পর হেলেদুলে সেতুর উপর রাস্তা পার করে অন্য দিকে চলে গেল সে। সড়কের শেষে ঢালুপথে নেমে এক মন্দিরচত্বরের দিকে এগিয়ে গেল সিংহটি। সোমবার গুজরাতের ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার গুজরাতের গির অরণ্যের সীমান্তবর্তী অমরেলি জেলার ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে হঠাৎ একটি সিংহ দেখতে পাওয়া যায়। সড়কের এক ধারে সিংহটিকে দেখে ভয়ে থমকে যায় ট্র্যাফিক। এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। সিংহটি রাস্তা পার করে ঢালুপথে নেমে এক মন্দিরচত্বরের দিকে হাঁটা শুরু করে। সিংহের জন্য ১৫ মিনিট সেই সড়কপথে যান চলাচল বন্ধ ছিল। পরে তা আবার স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।

গির সীমান্তবর্তী গ্রামগুলিতে সিংহদের আবাসিক এলাকায় প্রবেশ এবং গৃহপালিত গবাদি পশু শিকারের ঘটনা সচরাচর ঘটতে দেখা যায়। অমরেলি জেলায় বন্যপ্রাণীর আনাগোনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমনটাই স্থানীয়দের অধিকাংশের দাবি। সম্প্রতি, অমরেলি জেলার দুধালা গ্রামের কাছে একটি সেতুতে একটি সিংহের দেখা পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে। ভাবনগর-সোমনাথ মহাসড়কে তাদের অপ্রত্যাশিত চলাচলের কারণে বেশ কয়েকটি সিংহ আহত হয়েছে।

Viral Video Gujarat Gir Forest Gir Wildlife Sanctuary animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy