বুনো শুয়োর শিকার করে তার গলায় কামড় দিয়ে বসেছিল একটি চিতাবাঘ। কিন্তু সেই শিকারের উপর নজর পড়ে যায় এক সিংহীর। ছুটে সেখানে চলে যায় সে। শিকার ‘ছিনতাই’ করার জন্য চিতাবাঘের সঙ্গে লড়াই শুরু করে সে। ঘটনাস্থলে পৌঁছে যায় ‘বনের রাজা’ও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘অ্যাডভেঞ্চারইনদ্যওয়াইল্ডসাফারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক চিতাবাঘ শিকার করবে বলে একটি বুনো শুয়োরের গলা কামড়ে ধরেছে। তা দেখে সেখানে ছুটে যায় একটি সিংহী। ‘বনের রানি’ বলে শিকারের উপর তার অধিকার বেশি। তাই চিতাবাঘের সঙ্গে লড়াই শুরু করল সে। লড়াই করতে ব্যস্ত হয়ে পড়ায় বুনো শুয়োরকে ছেড়ে দিল চিতাবাঘ।
সুযোগ পেতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বুনো শুয়োরটি। কিন্তু শিকারির কাছ থেকে পালিয়ে যাওয়া কি এতই সহজ? বুনো শুয়োরের ঘাড়ে সঙ্গে সঙ্গে কামড় বসিয়ে দিল সিংহীটি। জঙ্গলের ভিতর দৌড় লাগায় চিতাবাঘ। সিংহীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়য় বুনো শুয়োরটিও। শিকার ধরবে বলে তাদের পিছনে দৌড়য় সিংহী। সঙ্গিনীকে সাহায্য করতে সেখানে পৌঁছে যায় সিংহও। ঘটনাটি আফ্রিকার জঙ্গলে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিকারের জন্য এমন লড়াই! সিংহীর কাছ থেকে বাঁচার জন্য তো চিতাবাঘও পালিয়ে গেল।’’