Advertisement
E-Paper

লটারিতে ১,২৫,০০,০০,০০০ টাকা জিতেও টাকা দাবি করতে এলেন না কেউ! কারণ জেনে হতবাক সংস্থা

জানা গিয়েছে, ৭ অক্টোবর ওই লটারি কাটা হয়েছিল। টিকিটটি বিক্রি হয়েছিল নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি অঞ্চলের ইস্ট মেইটল্যান্ডের স্টকল্যান্ড শপিং সেন্টার থেকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কেউ সেই টাকা দাবি করতে আসেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:২৮
Lottery Winner vanished before claiming money in Australia

ছবি: এআই সহায়তায় প্রণীত।

লটারিতে ১,২৫,০০,০০,০০০ টাকা জিতেছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই টাকা দাবি করার আগেই রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন তিনি। অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ পেল না লটারি সংস্থা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে সে দেশ জুড়ে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে একটি লটারি সংস্থার কর্তারা দেখেন, ‘ওজ লটো ড্র’ নামে এক লটারিতে ১.৫ কোটি ডলার (ভারতীয় প্রায় ১২৫ কোটি টাকা) জিতেছেন এক ব্যক্তি। কিন্তু অনেক চেষ্টা করেও সেই রহস্যময় গ্রাহককে খুঁজে পাওয়া যায়নি। আর তা নিয়েই ধন্দে পড়েছে লটারি সংস্থাটি।

জানা গিয়েছে, ৭ অক্টোবর ওই লটারির টিকিট কাটা হয়েছিল। টিকিটটি বিক্রি হয়েছিল নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি অঞ্চলের ইস্ট মেইটল্যান্ডের স্টকল্যান্ড শপিং সেন্টার থেকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কেউ সেই টাকা দাবি করতে আসেননি। এর পরেই সন্দেহ জাগে সংস্থার মনে। টিকিটের ক্রেতার খোঁজ শুরু হয়। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার সরকারি লটারি সংস্থা ‘দ্য লট’-এর কর্তারা জানিয়েছেন, বিজয়ীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার কোনও উপায় নেই সংস্থার। আর সে কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। অন্য দিকে, যে দোকান থেকে টিকিট কেনা হয়েছিল, সে দোকানের মালিকও বিজয়ী সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি।

গ্রিনহিলস নিউজএজেন্সির কর্মী টিয়ারনা পেরির কথায়, ‘‘আমাদের গ্রাহকেরা টিকিট কেটে এর আগেও নগদ পেয়েছেন অনেক বার। কিন্তু এত বিপুল অর্থরাশি কেউ কখনও জেতেননি। যিনি জিতেছেন, তিনি হয়তো নিজেই মিলিয়ে দেখেননি।’’

অন্য দিকে, ঘটনাটিকে বিরল বলে উল্লেখ করেছেন ‘দ্য লট’-এর উচ্চপদস্থ কর্তা ম্যাট হার্ট। তাঁর কথায়, ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই লটারির বিজয়ীরা কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের পুরষ্কার দাবি করেন। যখন কেউ টাকা দাবি করেন না, তখনই আমাদের চিন্তা শুরু হয়।’’ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোকানের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Lottery News Lottery Win Lottery Prize Lottery Results Australia Lotto Lottery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy