৫০ হাজার টাকার ঋণ শোধ না করেই মারা গিয়েছে বন্ধু। রাগে সেই বন্ধুর জ্বলন্ত চিতায় হামলা চালালেন এক যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাষের কাজের জন্য মৃত ব্যক্তি তাঁর ছোটবেলার এক বন্ধুর থেকে ৫০ হাজার টাকা ধার করেছিলেন বছর দু'য়েক আগে। ফসল বিক্রি করে তা শোধ দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণ পরিশোধের আগেই অসুস্থ হয়ে মারা যান ওই ব্যক্তি। তাঁর মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে যান বন্ধু। রাগের মাথায় লাঠি নিয়ে মৃতের জ্বলন্ত চিতাতেই হামলা চালান তিনি। তাঁর ওই কাণ্ড দেখে হতবাক হয়ে যান শ্মশানে উপস্থিত ব্যক্তিরা। এক গ্রামবাসী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সন্ধ্যার মুখে শ্মশানে এক ব্যক্তির শেষকৃত্য চলছে। এমন সময় সেখানে উপস্থিত হন এক যুবক। মৃতের শোকার্ত স্ত্রী এবং সন্তানদের সামনেই লাঠি হাতে জ্বলন্ত চিতায় আঘাত করতে শুরু করেন। হতবাক হয়ে যান উপস্থিত সকলে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটা কলিযুগ। বন্ধুত্বও একটি ব্যবসায় পরিণত হয়েছে।’’ অন্য এক জন যোগ করেছেন, ‘‘রাগের কারণ বুঝতে পারছি। কিন্তু তা বলে চিতায় আক্রমণ? এটা বর্বরতা।’’