দু’দশকের বেশি সময় কেটে গিয়েছে। ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তন হলেও পেশাগত জীবনে তেমন পরিবর্তন হয়নি তরুণের। টানা ২৫ বছর ধরে একই সংস্থায় কর্মরত তিনি। সময়ের সঙ্গে সঙ্গে পদোন্নতি হয়েছে তাঁর। তবে সংস্থা বদলের পরিকল্পনা করেননি তিনি। সংস্থার প্রতি নিষ্ঠা প্রকাশ করতে নিজের ঘাড়েই সংস্থার লোগোর উল্কি এঁকে ফেললেন তরুণ। সমাজমাধ্যমে সেই ছবিও দিয়েছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
রমিন্দ্র গ্রেওয়াল নাম তরুণের। ভারতীয় বংশোদ্ভুত এই তরুণ থাকেন কানাডার বারনাবিতে। সেখানকার একটি বেসরকারি সংস্থায় দীর্ঘ দিন ধরে চাকরি করেন রমিন্দ্র। বর্তমানে সেই সংস্থার প্রেসিডেন্ট পদে নিযুক্ত রয়েছেন তিনি। দু’দশকের বেশি সময় ধরে তিনি একই সংস্থায় রয়েছেন বলে গর্বিত রমিন্দ্র।
সংস্থার প্রতি তাঁর নিষ্ঠা এবং সমর্পণ বোঝাতে নিজের ঘাড়ে সংস্থার লোগোর ‘ডিজ়াইন’ দিয়ে উল্কি আঁকিয়েছেন তরুণ। সেই ছবি নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টের পাতায় পোস্ট করেছেন তিনি। ছবিটি পোস্ট করে তিনি প্রশ্ন করেছেন, ‘‘আমি কি একটু বেশি করে ফেললাম? না কি সংস্থার প্রতি নিষ্ঠা প্রকাশ করার এর চেয়ে ভাল পন্থা নেই?’’
তরুণের কাণ্ড দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি সত্যিই আপনার সংস্থাকে খুবই ভালবাসেন। না হলে এই কাজ করতে পারতেন না।’’