কথায় বলে প্রেমে পাগল হলেও মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। ব্যর্থ প্রেমের জ্বালা বোধহয় আরও বেশি। তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন আর এক ব্যক্তি। সেই রাগে পেনসিলভেনিয়ায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল মিশিগানের বাসিন্দা হ্যারিসন জোনসের বিরুদ্ধে। ১১০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে তিনি এই কাণ্ড ঘটান বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা-সহ মোট ছ’টি অভিযোগ এনেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন হ্যারিসন।
বেনসালেম পুলিশ সোমবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি ভোরের দিকে পেনসিলভেনিয়ার বেনসালেমের মারগানসার ওয়ের একটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজে তাঁরা দেখেন, ঘটনার কিছু ক্ষণ আগে একটি কালো সেডান গাড়ি বাড়িটির কাছে গিয়ে থামে। সেটি থেকে এক ব্যক্তি বাড়ির দিকে হেঁটে যান এবং প্রায় ১৫ মিনিট পরে গাড়িতে ফিরে আসেন। গাড়িটি চলে যাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই প্রবল বিস্ফোরণ ঘটে এবং বাড়িটিতে আগুন লেগে যায়। গাড়ির নম্বরপ্লেট দেখে পুলিশ জানতে পারে গাড়িটি মিশিগানের এক বাসিন্দার।
তদন্তে নেমে বিষয়টি আরও পরিষ্কার হয় পুলিশের কাছে। তাঁরা গাড়ির নম্বরপ্লেটের সূত্র ধরে হ্যারিসনের সন্ধান পান। তাঁর বাড়ি থেকে কালো সেডান গাড়ি ছাড়াও তালা খোলার যন্ত্রাপাতি, মোবাইল এবং একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, যে বাড়িটিতে হ্যারিসন আগুন দিয়েছেন সেখানেই থাকেন এক যুবক। এই ২১ বছর বয়সি যুবকের সঙ্গে সম্প্রতি সমাজমাধ্যমে আলাপ হয়েছে হ্যারিসনের প্রাক্তন প্রেমিকার। তাঁদের দু’জনের দেখা করা কথাও ছিল। সেই কথা জানতে পেরে যান জোনস। আক্রোশ গিয়ে পড়ে যুবকের উপর। তাঁর পেনসিলভেনিয়ার বেনসালেমের বাড়িটিতে আগুন লাগিয়ে দেন হ্যারিসন।