Advertisement
E-Paper

দেড় কোটি টাকা, ৩০ ভরি সোনা, জমি! তাক লাগবে রাজস্থানের এক বিয়েতে যৌতুকের পরিমাণ শুনে

রাজস্থানের কৃষক রামবাক্স খোজার বাড়ি নাগৌর শহরের হনুমানবাগে। রামবক্সের তিন পুত্র এবং এক কন্যা। তাঁর দুই পুত্র সরকারি স্কুলের শিক্ষক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১১
Maternal uncles of bride pay 1.51 Crore rupees, gold, silver and plots as dowry in Rajasthan

ছবি: সংগৃহীত।

রাজস্থানের একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে রয়েছে পণ দেওয়ার এক অভিনব রীতি। সেখানে বরের পরিবারকে পণ দেয় না কনের পরিবার। বদলে কনের মামারা পণ দেন বরের পরিবারকে। সে রকমই এক বিয়ের ঘটনা সম্প্রতি উঠে এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এক পাত্রের পরিবার কনের তিন মামার কাছ থেকে তিন কোটি টাকার যৌতুক পেয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগৌরে।

সংবাদমাধ্যম নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের কৃষক রামবাক্স খোজার বাড়ি নাগৌর শহরের হনুমানবাগে। রামবক্সের তিন পুত্র এবং এক কন্যা। তাঁর দুই পুত্র সরকারি স্কুলের শিক্ষক। তৃতীয় জন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তিনি তাঁর কন্যা বিরজায়ার বিয়ে দিয়েছেন রাজস্থানের ফরদোদ গ্রামের এক শিক্ষকের সঙ্গে। বিরজায়ারই কন্যার বিয়েতে তিন পুত্রকে নিয়ে পৌঁছন রামবক্স।

রামবক্সের তিন পুত্র বরের পরিবারকে দেওয়ার জন্য একটি ওড়নায় নগদ ১ কোটি ৫১ লাখ টাকা, ৩০ ভরি সোনা, পাঁচ কেজি রুপো এবং নগৌর শহরের বুকে দু’টি জমির কাগজ বেঁধে বোনের হাতে তুলে দেন। সব মিলিয়ে ৩ কোটির যৌতুক দেওয়া হয় বরকে। উল্লেখ্য, কনের মামাদের বরের পরিবারকে যৌতুক দেওয়ার প্রথা ‘ময়রা’ নামে পরিচিত। রাজারাজড়াদের সময় থেকে নাগৌরে ‘ময়রা’ প্রথা চলে আসছে। সমাজমাধ্যমে খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। এ ভাবে যৌতুক দেওয়া এবং নেওয়ার নিন্দা করে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Rajasthan Wedding Bizarre dowry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy