সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পর মঙ্গলবার চিনের বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। দুই রাষ্ট্রনেতার কথোপকথনে ব্যস্ত থাকাকালীন একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো দেখে পাক প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে কটাক্ষের তির ছুড়েছেন নেটাগরিকদের অধিকাংশ। তিনি যে প্যান্টটি পরেছিলেন, তা অনেকটাই ছোট বলে দাবি করেছেন অনেকে। তা নিয়ে হাসাহাসিও হয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন:
‘জ়ীনত রানা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত শাহবাজ়। দু’জনেই মুখোমুখি বসে রয়েছেন। দু’জনের পরনেই কোট-প্যান্টের সঙ্গে মানানসই টাই। তবে শাহবাজ় যে প্যান্টটি পরেছিলেন, তা তুলনামূলক ভাবে কিছুটা ছোট।
তিনি যখন বসেছিলেন, তখন মোজার উপর থেকে পায়ের কিছু অংশ দেখাও যাচ্ছিল। অন্য দিকে, পুতিনের পরনের প্যান্টের দৈর্ঘ্য যথাযথ ছিল। তা নিয়েই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কি টাকা নেই? তাই প্যান্ট বানানোর সময় কাপড়ের দামও দিতে পারেননি?’’
আরও পড়ুন:
এই প্রথম হাসির পাত্র হননি শাহবাজ়। সম্প্রতি চিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন-এর (এসসিও) শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ২০টি দেশের রাষ্ট্রনায়ক ও নেতারা। সেখানে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।
পুতিন যখন সকলের সঙ্গে আলাপ-পরিচয় সারছিলেন, তখন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানোর জন্য সকলকে সরিয়ে তাঁর পিছনে প্রায় দৌড়ে যেতে দেখা গিয়েছে শাহবাজ়কে। প্রথমে গুরুত্ব না দিলেও সৌজন্যের খাতিরে হাত মিলিয়েছিলেন পুতিন। শাহবাজ়ের এই আচরণের জন্য ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এ বার পোশাকের জন্য হাসির পাত্রে পরিণত হলেন তিনি।