শপিং মলে ঢুকে এ দিক-সে দিক ঘুরে বেড়াচ্ছিল একটি বিড়াল। কিন্তু কোনও দোকানেই মন বসল না তার। তাই হতাশ হয়ে চলন্ত সিঁড়িতে চেপে নীচে নেমে পড়ল সে। শপিং মলের সদর দরজা দিয়ে বাইরেও বেরিয়ে যেতে দেখা গেল তাকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাদারশিপএসজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল চলন্ত সিঁড়ির একটি ধাপে বসে পড়ল। সেই সিঁড়িটি নীচের দিকে নামছিল। সিঁড়ির ধাপের এক ধারে চুপচাপ বসে থাকল সে। তার পর একেবারে নীচে পৌঁছোনোর পর চলন্ত সিঁড়ি থেকে নেমে সদর দরজার দিকে এগিয়ে যেতে দেখা গেল বিড়ালটিকে।
অবশেষে সদর দরজা অতিক্রম করে কোমর দুলিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে গেল সে। সম্প্রতি এই ঘটনাটি কুয়ালা লামপুরের একটি শপিং মলে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা! শপিং মলে ঢুকে কিছুই পছন্দ হয়নি বিড়ালের। কেনাকাটি না করেই খালি হাতে, মনের দুঃখে বেরিয়ে গেল সে।’’