অফিসে হাজরা দেওয়ার সময়সীমা মাত্র ২ মিনিট। কর্মক্ষেত্রে এই সময়টুকু দিয়ে পাঁচ বছর ধরে লক্ষ লক্ষ টাকার বেতন নিচ্ছিলেন সরকারি কর্মী। তিনি প্রতি দিন মাত্র ২ মিনিটের জন্য অফিসে যেতেন এবং ফিরে আসতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল কয়েক সেকেন্ড অফিসে কাটানোর জন্য গত ২ বছরে মোট পাঁচ লক্ষ টাকা বেতন পেয়েছেন ওই ব্যক্তি। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। লুসিয়ানো গ্যাসপার দারু নামে ওই কর্মচারী পারানা রাজ্যের পোন্টা গ্রোসা শহরের পুরসভার অর্থ বিভাগে প্রশাসনিক কাজকর্মের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজে লুসিয়ানোর অফিসে ঢোকা-বেরোনোর গতিবিধি লক্ষ করা গিয়েছে। তাতে ধরা পড়েছে প্রতি দিন সকালে তিনি নিয়ম করে হাফ প্যান্ট ও চপ্পল পরে অফিসে ঢুকতেন। প্রবেশের মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ড পরেই তিনি অফিস থেকে চুপচাপ বেরিয়ে যেতেন। তার পর আবার সন্ধ্যায় তিনি ফিরে আসতেন অফিসে। হাজিরা দেওয়ার ইলেকট্রনিক সিস্টেম থেকে লগ আউট করতেন। কর্তৃপক্ষের নজরে বহু দিন ধরে এই ফাঁকি ধরা পড়েনি। তাই তিনি প্রতি মাসে নিয়মমতো প্রায় ৩৫ হাজার টাকা বেতন নিয়েছিল এবং ২ বছরে মোট ৫ লক্ষ টাকারও বেশি টাকা সরকারি কোষাগার থেকে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি লুসিয়ানোর অফিসে এসে বিদ্যুৎগতিতে উধাও হয়ে যাওয়ার বিষয়টি নজরে পড়ে সহকর্মীদের। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তাতে ধরা পড়ে এই জালিয়াতি। ১৫ জুলাই পুলিশ প্রধান ডেরিক ডি মৌরা জর্জ জানান, লুসিয়ানোর বিরুদ্ধে সরকারি রেকর্ডে মিথ্যা তথ্য সরবরাহ করা করা এবং বেতন নেওয়ার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাঁর দুই থেকে ১২ বছরের জেল এবং জরিমানা হতে পারে।