দিব্যি সংসারও করছেন অথচ স্বামীকে লুকিয়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্ত্রীর পরকীয়ার কথা কানাঘুষোয় জানতে পেরে তক্কে তক্কে ছিলেন স্বামী। সন্দেহের বশেই মোবাইল ঘেঁটে স্বামী জানতে পারেন হোটেলে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যাবেন স্ত্রী। সেইমতো সন্ধ্যায় হোটেলের একটি ঘরে স্ত্রীর খোঁজ করতে যান স্বামী। দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্বামী। ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর জেলার। ধরা পড়ার পর প্রহারের হাত থেকে বাঁচতে সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই হোটেলের করিডর ধরে ছুটতে থাকেন প্রেমিক। ওই অবস্থাতেই প্রায় ২০০ মিটার দৌড়ে কাছের একটি মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যান তিনি। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে সিম্বাওলি এলাকার গড় চৌপলার বাসিন্দা ওই গৃহবধূর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়েরা। এই ঘটনার আগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার স্ত্রীকে অনুসরণ করে হাপুরের হোটেলে তাঁদের সন্ধান পান স্বামী ও পরিবারের সদস্যেরা। সেখানে একটি কামরায় হানা দিতেই নগ্ন অবস্থায় হাতেনাতে ধরা পড়েন বধূ ও তাঁর প্রেমিক।
আরও পড়ুন:
হোটেলের ভিতরেই ক্ষিপ্ত স্বামী ও তাঁর আত্মীয়েরা প্রেমিককে ধরে মারধর শুরু করে দেন। কোনও রকমে তাঁদের হাত থেকে পালিয়ে নগ্ন অবস্থাতেই চম্পট দেন মহিলার প্রেমিক। জনসমক্ষে নগ্ন হয়ে তাঁকে দৌড়তে দেখে হতচকিত হয়ে যান পথচলতি মানুষ। স্বামীর অভিযোগ পাওয়ার পর হাপুর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। উল্টো দিকে গৃহবধূ মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনেছেন তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এমনকি গোপনে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগও তুলেছেন গৃহবধূ।