খুঁজে ফেলুন দেখি। ছবি : ইনস্টাগ্রাম।
এ বারের ধাঁধাঁ একটু অন্যরকম। ফিল্মজগতে সাড়া ফেলেছে নতুন সিনেমা বার্বি। এই চোখের ধাঁধাটিও সেই বার্বিকে নিয়েই। নানারকম জিনিসের মধ্যে খুঁজে ফেলতে হবে সেই কমনীয় পুতুলকে। তবে সময় মাত্র ১০ সেকেন্ড।
ধাঁধার ছবি।
তবে এই ছবিতে বার্বি লুকিয়ে রয়েছে, তারই ব্যবহৃত প্রসাধনীর জিনিসপত্রের ভিড়ে। নেলপলিশ, লিপস্টিক, সাবান, শ্যাম্পু, ত্বক পরিচর্যার নানা জিনিসপত্রের ভিড়েই গা-ঢাকা দিয়েছে সে। তার মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে তাকে।
বার্বি মানেই গোলাপি রং। কে না জানে। তবে ধাঁধাকে কঠিন করে তুলতে গোটা ছবির অর্ধেক জিনিসপত্রই রাখা হয়েছে গোলাপি রঙের। বালতি, সাবান, ব্রাশ, শ্যাম্পুর বোতল, প্রায় সবকিছুরই রং গোলাপি। এ সবের মধ্যে গোলাপি রঙের বার্বিকে খুঁজে পেতে ১০ সেকেন্ডের বেশি সময় লাগতেই পারে। কিন্তু তা হলে ধাঁধার সমাধান হল না।
কিন্তু তাতে দোষের কিছু নেই। না পারলে নীচে দেওয়া রইল চোখের ধাঁধার সমাধান।
ধাঁধার সমাধান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy