প্রেমে পড়ার ইচ্ছা ষোলো আনা অথচ মনে ভয়ও রয়েছে বিস্তর। মনের মানুষের সঙ্গে প্রেমের সাগরে ভেসে যাওয়ার পর যদি সেই সম্পর্কে দাঁড়ি পড়ে যায়! কিন্তু সম্পর্ক ভাঙার ইঙ্গিত সদ্য প্রেমে পড়ার পরেই পাওয়া যায়। শুধু নজর রাখতে হয় সঙ্গীর কথোপকথনে। ছ’টি শব্দ যদি সঙ্গীর মুখ থেকে কোনও রকম পরিস্থিতিতে বেরিয়ে পড়ে তবে বুঝতে হবে এই সম্পর্ক ভবিষ্যতে টিকবে না। এমনটাই দাবি করেছেন সম্পর্ক বিশেষজ্ঞ (ডেটিং এক্সপার্ট) লুয়ান ওয়ার্ড। ডেলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন লুয়ান।
আরও পড়ুন:
লুয়ান জানান, সম্পর্কের কোনও ভবিষ্যৎ রয়েছে কি না, অথবা আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালবাসেন, না কি শুধুমাত্র সময় কাটাচ্ছেন তা বোঝা যাবে খুব সহজেই। সম্পর্ক ভাঙতে পারে কি না তার আভাস পাওয়া যাবে সঙ্গীর কথায়। যদি কথোপকথনের সময় আপনার সঙ্গী কোনও ভাবে ছ’টি শব্দ বলে ফেলেন তবে বুঝবেন তিনি এই সম্পর্কে থিতু হতে পারবেন না। লুয়ানের কথায়, আপনার সঙ্গী যদি কখনও আপনাকে বলেন, ‘‘আমি তোমায় আঘাত দিতে চাই না’’, তা হলে সেই সম্পর্কে তিনি থিতু হতে চান না।
উদাহরণ দিয়ে লুয়ান বুঝিয়ে বলেন, ‘‘আপনার সঙ্গী যদি এই কথা আপনাকে বলে থাকেন তা হলে তিনি তো মনে মনে ধরেই নিয়েছেন যে, আপনি তাঁকে বেশি ভালবাসেন। আপনার প্রতি তাঁর যে অনুভূতি রয়েছে সেই তুলনায় তাঁর প্রতি আপনার টান বেশি।
সম্পর্ক এবং ভালবাসার মানুষ নিয়ে আপনি আপনার সঙ্গীর চেয়ে বেশি অনুভূতিপ্রবণ। তাই সম্পর্কে ভালবাসার ঘাটতি হলে আপনি বেশি আঘাত পেতে পারেন। আপনার সঙ্গীও আপনাকে সেই কারণেই আঘাত দিতে চান না। আসলে, এই কথা বলে তিনি নিজেকেই রক্ষা করছেন। ভালবাসায় আপনার মতো ডুবে না থাকার কারণে যদি তিনি এমন কিছু করে বসেন তা হলে আপনি আঘাত পেতে পারেন। তাই এই ‘জাদু-বাক্য’ যদি আপনার সঙ্গী বলে থাকেন তা হলে আপনার মন আগে থেকেই শক্ত করে নেওয়া প্রয়োজন।’’ লুয়ানের দাবি, সদ্য প্রেমে পড়লেই এই বিষয়ে নিজেকে সাবধান করা যায়। সমাজমাধ্যমের ভাষায়, এই মানুষগুলি সাধারণত ‘রেড ফ্ল্যাগ’। সম্পর্কে তাঁরা থিতু হতে চান না কিন্তু সঙ্গীকে ভালবাসায় ভরপুর ডুবিয়ে রাখতে চান।